ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা ক্যান্টনমেন্টে ভারতীয় ভিসা ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত: ০৫:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা ক্যান্টনমেন্টে ভারতীয় ভিসা ক্যাম্প উদ্বোধন

কূটনৈতিক রিপোর্টার ॥ সশস্ত্রবাহিনীর সদস্যদের পরিবারের লোকদের জন্য ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ভারতীয় ভিসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এখানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পরিবারের লোকও ভিসা নিতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্রবাহিনী বিভাগের সহযোগিতায় ভারতীয় হাইকমিশন এই ভিসা ক্যাম্পের আয়োজন করেছে। শনিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে এই ভিসা ক্যাম্প যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতীয় হাইকমিশন ভারতীয় ভিসা প্রাপ্তি প্রক্রিয়াকে গতিশীল ও সহজ করতে অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। ঈদের ছুটির আগে জুন মাসে একটি ভিসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিককে ট্যুরিস্ট ভিসাপ্রদান করা হয়। ছাত্রছাত্রীদের জন্য একই রকমের আরেকটি ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে ২ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ভারতীয় হাইকমিশন জানায়, ভিসা প্রাপ্তি প্রক্রিয়াকে সহজতর করতে সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিমের আওতায় যে কেউ তাদের নিশ্চিত বিমান/সড়ক/রেল টিকেটসহ কোন এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ৯টি শাখায় তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারেন। ফের উদ্গিরণ ভারতের একমাত্র জীবিত আগ্নেয়গিরি ব্যারেন ফের অগ্নিশর্মা হয়ে উঠেছে। ১৯৯১ সালে প্রথম জেগে ওঠে এটি। মাঝে আবার বিরতি। শুক্রবার এর থেকে নির্গত হয় ফুটন্ত লাল লাভা। গরম ছাইয়ে আকাশ হয়ে ওঠে ঘন কালো। আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি -এনডিটিভি বায়ুদূষণ রোধে লন্ডনে বেড়ে গেছে পুরনো গাড়ির সংখ্যা। শুক্রবার মধ্য লন্ডনে দেখা দেয় দীর্ঘ যানজট। শহরটিতে বায়ুদূষণের মাত্রাও বাড়ছে। তবে মেয়র সাদিক খান সাফ জানিয়ে দেন, অক্টোবর থেকে দূষণ সৃষ্টিকারী পুরনো গাড়ির মালিকদের ওপর নতুন কর আরোপ করা হবে –এএফপি
×