ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ ভার্সিটি

‘সহিংস চরমপন্থা বন্ধে জনগণের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৫:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

‘সহিংস চরমপন্থা বন্ধে জনগণের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার

স্বাধীনতার ৪৬ বছরে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং জিডিপি ৭.৫ শতাংশ অর্জন করেছে। অপরদিকে, ব্লগার, সাংবাদিক, বিদেশী, সংখ্যালঘু, প্রতিষ্ঠানসহ বেশকিছু সহিংস হামলার ঘটনায় বাংলাদেশ বিশ্ব শিরোনামে উঠে এসেছে। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান প্রজন্ম, দেশ ও দেশের মানুষকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে সরকারের এই উদ্যোগের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একাত্মতা ঘোষণা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টারের আয়োজনে ‘সহিংস চরমপন্থা বন্ধে জনগণের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, সম্মানিত অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম, আমেরিকান দূতাবাসের পাবলিক এ্যাফেয়ার্স অফিসার ও আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোজ ম্যাককনেল এবং আমেরিকান সেন্টারের সাংস্কৃতিবিষয়ক কর্মকর্তা ক্যালি আর রায়ান। সেমিনারে প্রধান বক্তা ছিলেন সোসাইটি এগেইনেস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজমের প্রতিষ্ঠাতা সালিহা বিন আলী এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়য়ের প্রোক্টর সৈয়দ কামরুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×