ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গণিত উৎসব

প্রকাশিত: ০৫:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

গণিত উৎসব

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ২য় আঞ্চলিক গণিত উৎসব। শনিবার লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের আয়োজনে সরকারী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ গণিত উৎসবের আয়োজন করা হয়। গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় এবারের উৎসবে প্রায় ১২শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা এক ঘণ্টার লিখিত পরীক্ষা, সঙ্গীত পরিবেশনা ও মজার প্রশ্নোত্তর পর্বের মাঝে দীর্ঘ সময় উপভোগ করে। এর আগে গণিত উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান প্রমুখ। পরিচ্ছন্নতা উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে ‘খুলনা ক্লিন’ কর্মসূচী পালিত হয়। শিক্ষার্থীরা ঝাড়ু এবং পানি দিয়ে শহীদ মিনারের পাদদেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন। মহানগরী এলাকায় সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি এ কর্মসূচী পালন করছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, কেসিসি’র কাউন্সিলর মাহবুব কায়সার ও আব্দুল আজিজ।
×