ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহিউদ্দিনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ॥ ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৫:০০, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

মহিউদ্দিনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ॥ ধাওয়া পাল্টাধাওয়া

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তার পরিবার নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এর জেরে শনিবার বেলা ৩টার দিকে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। জানা যায়, ফেসবুকে মহিউদ্দিন চৌধুরী ও তার পরিবার নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন ইরফাতুল আলম। তিনি ক্যাম্পাসে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারি বলে পরিচিত। স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চবি শাহজালাল হলের সামনে কথা কাটাকাটি হয় চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীদের মধ্যে। এক পর্যায়ে তা ধাওয়া পাল্টাধাওয়ায় রূপ নেয়। পরবর্তীতে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেল ৩টার দিকে মোফাজ্জল হায়দার হোসাইন নামের একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের নেতাকর্মীরা। মোফাজ্জলকে কুপিয়ে আহত করার ঘটনায় মাহমুদুল হাসান রুপক, নাসির উদ্দিন মিশু, নাহিদুল আলম, সফিকুল ইসলাম, সাদাফ খান জড়িত বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী। এরা সকলেই চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী বলে পরিচিত। অন্যদিকে মোফাজ্জল ক্যাম্পাসে সভাপতি আলমগীর টিপুর অনুসারি হিসেবে পরিচিত। এর মধ্যে ফজলে রাব্বী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং আলমগীর টিপু আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। তবে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
×