ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সিআরবি ক্যান্টিনে তালা

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে সিআরবি ক্যান্টিনে তালা

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) ভবনে বাণিজ্যিক লাইসেন্সকৃত প্রতিষ্ঠান অবৈধভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলে প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। সিলগালা করে এ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়েছেন পূর্বাঞ্চলীয় এডিশনাল জেনারেল ম্যানেজার। সহকারী জেনারেল ম্যানেজার জিএম দফতর সংলগ্ন কেন্টিনটি এডিশনাল জিএমএ’র নির্দেশে বন্ধ করেছেন বলে স্বীকার করেছেন। সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডব্লিউও) কর্তৃক বাণিজ্যিক ভিত্তিতে বরাদ্দকৃত দীর্ঘ প্রায় ২৫ বছরের এ খাবারের দোকানটি বন্ধ করে দেয়ায় সিআরবি ভবনে কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন সমস্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানের মালিক পক্ষ। অথচ সিআরবি’র ৪ তলাবিশিষ্ট ভবনে অবৈধভাবে চলছে ৮টি কেন্টিন। এসব প্রতিষ্ঠান থেকে এক টাকা রাজস্ব না পেলেও কর্মকর্তা-কর্মচারীদের ফাউ খাওয়ার সুবিধা রয়েছে। অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরে ওয়েলফেয়ার দফতরের কর্মচারী সাইফুল ইসলাম মামুনসহ একটি চক্র এ বাণিজ্যিক লাইসেন্স বাতিলের অপপ্রয়াস চালায়। এরই সূত্র ধরে জুনিয়র পার্সোনাল অফিসার/১/পূর্ব মোহাম্মদ উল্লাহর মাধ্যমে ২০১৫ সালে ২৬ আগস্ট ওই কেন্টিন ও পানের দোকানের ভাড়া নির্ধারণের বিষয়ে চিঠি প্রেরণ করা হয়। ওই চিঠিতে ভাড়া বাবদ লাইসেন্সি বাৎসরিক কত টাকা পরিশোধ করেন এবং কি কারণে ছাদের ওপর কক্ষ অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে তা জানতে চেয়ে সাত দিনের সময় দেয়া হয়েছে। এদিকে, নির্দিষ্ট সময়ের আগে ওই বছরের ২ সেপ্টেম্বর লাইসেন্সি সম্ভু সিং ও বাদল সিং ওই চিঠির উত্তর প্রদান করলেও অদ্যাবধি কোন নির্দেশনা দেয়া হয়নি। তবে এ বিষয়ে জুনিয়র পার্সোনাল অফিসার মোহাম্মদ উল্লাহ’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কিন্তু অশুভ শক্তির কারণে কমিটি নিষ্ক্রিয় হয়ে এই বাণিজ্যিক লাইসেন্সটি বাতিলের পাঁয়তারা করছে। উল্টো পুনরায় টেন্ডারের ভয়ভীতিও দেখাচ্ছে ওয়েলফেয়ার দফতরের দায়িত্বে সহকারী জিএম। শুধু তাই নয়, ২০১৬ সালে চক্রান্ত করে লাইসেন্সির কাছ থেকে বাৎসরিক ভাড়া আদায়ও বন্ধ রেখেছে। উল্লেখ্য, কোন নোটিস না দিয়ে জোরপূর্বক গত ৩১ জানুয়ারি এ কেন্টিনে সিলগালা করেছেন সহকারী জিএম। এ ব্যাপারে পূর্বাঞ্চলীয় সহকারী জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন জানান, তিনি এডিশনাল জিএম’র নির্দেশে কেন্টিনে তালা ঝুলিয়ে সিলগালা করে দিয়েছেন। বাণিজ্যিক লাইসেন্স বাতিল হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি কোন উত্তর দেননি। মায়ের অসুস্থতার কথা বলে হাসপাতালে রয়েছেন এমন তথ্য দিয়ে তিনি আর কিছু জানেন না বলে কয়েকটি প্রশ্ন এড়িয়ে যান।
×