ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

  টুকরো  খবর

ছাত্রী ধর্ষণের পর নগ্ন ছবি তুলে চাঁদা দাবি নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারি ॥ মুরাদনগরে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে নগ্ন ছবি তুলে তার পরিবারের কাছে চাঁদা দাবি করেছে স্থানীয় একটি বখাটে চক্র। উপজেলার মুগসাইর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পুলিশ প্রতারক প্রেমিক খলিল ও সহযোগী মনির হোসেনকে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে ধর্ষিতার চাচাত ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। জানা যায়, মুরাদনগর উপজেলার মৃত বাচ্চু মিয়ার দত্তক মেয়ে ৪র্থ শ্রেণীর ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে গত ৭ ফেব্রুয়ারি পাশর্^বর্তী লক্ষ্মীপুর গ্রামের মজিবুর রহমান স্বর্ণকারের ছেলে খলিল ধর্ষণ করে। এ সময় মোবাইলে তার নগ্ন ছবি ধারণ করে রাখা হয়। পরে প্রতারক খলিল এসব ছবি তার বেশ কয়েকজন বন্ধুর মোবাইলেও শেয়ার করে। পরে তার বন্ধুরা এসব ছবি পুঁজি করে ধর্ষিতার মা ও পরিবারের কাছে চাঁদা দাবি করে। খবর পেয়ে ধর্ষিতার চাচাত ভাই খাইরুল ইসলাম মিনহাজ ঢাকা থেকে এলাকায় এসে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতারক চক্রের কাছ থেকে এসব নগ্ন ছবি উদ্ধার করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। শুক্রবার গভীর রাতে পুলিশ প্রতারক খলিল ও সহযোগী মনির হোসেনকে গ্রেফতার করেছে। রাবিতে জোহা দিবস পালিত রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজনে জোহা দিবস পালন করা হয়েছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হন। দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। দিবসের প্রথম প্রহরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল পৌনে ৭টায় শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে রাবি প্রশাসন। এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মারক বক্তৃতার পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। সেখানে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদও বক্তব্য করেন। অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষার্থী নিশাত সুলতানা শহীদ ড. জোহার জীবনালেখ্য পাঠ করেন। চট্টগ্রামে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার ভোরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায় অগ্নিকা-ে বসতঘরসহ কয়েকটি দোকান ভস্মীভ’ত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সৃষ্টি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে ফায়ার সূত্রে জানানো হয়েছে। এতে তিনটি সেমিপাকা দোকান, একটি ডিপার্টমেন্টাল স্টোর ও একটি কনফেকশনারির দোকান ছিল। আগুন লাগার পর খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শেষ রাতের দিকে পতেঙ্গার টিএসসি’র মেডিক্যাল গেইট এলাকার হাজিপাড়ায় চারটি বসতঘর পুড়ে যায়। উভয় ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ফায়ার সূত্রে জানানো হয়েছে। কক্সবাজারের সেই এসআই বরখাস্ত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় ট্রাকচালককে রাস্তায় সিজদা করানোর মতো নিন্দনীয় ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তৌহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বলেন, মীর কাশেম একজন ট্রাকচালক হলেও তার আসল পরিচয় হচ্ছে তিনি একজন মানুষ। তার সঙ্গে এসআই তৌহিদ যা করেছে, তা সভ্য সমাজে কল্পণাও করা যায় না।
×