ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু

প্রকাশিত: ০৪:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বিদ্যুতস্পৃষ্টে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে দাসিয়ার ছড়ার খড়িয়াটারী গ্রামে সেচ পাম্পে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আব্দুল খালেক (৪০) জমিতে সেচ দেয়ার জন্য নিজ বাড়ির আঙ্গিনায় সেচ পাম্পে সংযোগ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ৪৩ বাড়ি আলোকিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার গ্রামডাঙ্গী ও কল্যাণী বাগিচা বাড়ি গ্রামের ৪৩টি বাড়িতে শনিবার ১৩ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুতায়নের সংযোগ দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ, নুর ইসলাম নুর, মমিনুর রহমান বিশ^াস, আয়ুবুল ইসলাম মিন্টু প্রমুখ। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা জামালপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মাঠে ৭ শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক আজিজুর রহমান ডল, সাংবাদিক মোস্তফা মনজু।
×