ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাদে চড়ুইভাতি করতে না দেয়ায়-

প্রকাশিত: ০৪:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

ছাদে চড়ুইভাতি করতে না দেয়ায়-

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় বসতবাড়ির ছাদে বনভোজন করতে বাধা দেয়ায় ৬ মাসের অন্তঃসত্ত্বা ছালমা আক্তার নামের সহকারী শিক্ষিকাকে নির্যাতন করেছে কতিপয় বখাটে যুবক। শনিবার সকালে তাকে গুরুতর অবস্থায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলা সদর রায়েন্দা বাজারের শেরেবাংলা রোড এলাকায়। শিক্ষিকার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়েন্দা বাজারের শেরেবাংলা রোডের মেহেদী হাসান শাওনসহ ৪-৫ জন ওই শিক্ষিকার বাসবভনের ছাদে বনভোজনের আয়োজন করলে তাতে ওই শিক্ষিকা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটেরা ছালমাকে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। তার প্রতিবাদ করলে মেহেদী হাসান শাওনের নেতৃত্বে ৪-৫ জন যুবক মিলে শিক্ষিকাকে পিটিয়ে আহত করে। এ সময় তার স্বামী জাকির হোসেন বাসায় ছিলেন না। পরে ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ছালমা জানান, মারধর শেষে ওই বখাটেরা তার ঘরের মূল্যবান মালপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বাসায় ঢুকে শিক্ষিকা নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে আন্দোলন কর্মসূচীর ঘোষণা করা হবে। এ বিষয় ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন বলেন, ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছালমা বেগমের কথার কাটাকাটি হয়েছে মাত্র। মারপিটের অভিযোগ মিথ্যা।
×