ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ ফেব্রুয়ারি ॥ আটপাড়া উপজেলার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ওমর ফারুক বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার স্থানীয় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্যোগে বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান, সাবেক প্রধান শিক্ষক আবদুল হালিম খান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, আওয়ামী লীগ নেতা তানভীর হাসান খান কামাল, জহিরুল ইসলাম খান হীরা, নিজাম ইয়ার খান, তানভীর আহমেদ, আবু রেজা মাহবুব টিপু, সাংবাদিক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। রাষ্ট্রপতি সেবা পদক পেলেন বরিশালের সাহিদা আক্তার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাষ্ট্রপতি সেবা পদক-২০১৭ পেলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক এ্যাডভোকেট সাহিদা আক্তার। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশ উপলক্ষে গাজীপুরের সফিপুরে গত ১২ ফেব্রুয়ারি বার্ষিক কুজকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিদা আক্তারকে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন। সাহিদা আক্তার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের সাবেক পরিচালক প্রয়াত জিএম হারুন মৃধার স্ত্রী। ধর্ষণের মূল্য কুড়ি হাজার টাকা! স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার তালতারমাঠ গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশে ধর্ষিতা গৃহবধূর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয়েছে কুড়ি হাজার টাকা। ওই টাকা থেকে ধর্ষিতাকে দেয়া হয়েছে মাত্র দুই হাজার টাকা। বিষয়টি শনিবার সকালে সর্বত্র ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সালিশ বৈঠক সূত্রে জানা গেছে, ওই গ্রামের বিনোদ ভক্তের ছেলে হরিপদ ভক্ত গত বুধবার রাতে পার্শ্ববর্তী বাড়ির দরিদ্র ভ্যানচালক বাড়ি না থাকার সুযোগে ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি ওই গৃহবধূ স্থানীয় ইউপি সদস্য শোভা রানীকে জানান। এনিয়ে স্থানীয় প্রভাবশালী বাবুল ফকিরের নেতৃত্বে শুক্রবার রাতে প্রহসনের ঘরোয়া সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে ধর্ষক হরিপদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই টাকা থেকে ধর্ষিতা গৃহবধূকে মাত্র দুই হাজার টাকা দিয়ে বাকি টাকা সালিশরা ভাগাভাগি করে নেয়। সাদুল্যাপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলার অনলাইন ও হার্ডলাইনে আবেদনকৃত, প্রকৃত ও অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শনিবার সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে তা স্থগিত ঘোষণা করেছে স্থানীয় যাচাই-বাছাই কমিটি। সাদুল্যাপুর উপজেলার মুক্তিযোদ্ধা সূত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয়েছিল। যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ছাড়া ওই কমিটির বিরুদ্ধে অভিযোগ থাকায় উচ্চ আদালতে রিট পিটিশনটি করা হয়। পিটিশনটি শুনানির জন্য অপেক্ষমাণ আছে মর্মে মহামান্য হাইকোর্ট ডিভিশনের কৌঁসলি একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। রিট পিটিশনটি শুনানি না হওয়া পর্যন্ত শনিবার যাচাই-বাছাই সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। ৩৩১ ইয়াবাসহ গ্রেফতার এক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ ফেব্রুয়ারি ॥ শুক্রবার রাত দুইটায় মহিপুর থানার বিপিনপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ৩৩১ ইয়াবা জব্দ করেছে। এ সময় বিক্রির অভিযোগে ইসমাইল সিকদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
×