ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহিদ রাহমানের ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৩:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সহিদ রাহমানের ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ অভিনেতা, নাট্যকার, কবি ও গীতিকার সহিদ রাহমানের ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামাল। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন কবি হেলাল হাফিজ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, কবি মোহাম্মদ রফিক, নাট্যজন মান্নান হীরা, শংকর শাওজাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক প্রমুখ। দেশ পাবলিকেশন্স প্রকাশিত ১২৮ পৃষ্ঠার ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থে কবির নির্বাচিত ১১৫টি কবিতা স্থান পেয়েছে। গ্রন্থের সুদৃশ্য প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
×