ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে পুঁথি পাঠে মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

হবিগঞ্জে পুঁথি পাঠে মুগ্ধ দর্শক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ গ্রাম-বাংলার হারানো সংস্কৃতির অঙ্গ পুঁথি পাঠ প্রচলন আবারও ফিরিয়ে আনতে বহু বছর পর শুক্রবার হবিগঞ্জে প্রথমবারের মতো এক মনোমুগ্ধকর ‘পুঁথি পাঠ সন্ধ্যা’ ও মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করা হয়। হবিগঞ্জের একঝাঁক উদীয়মান তরুণের হাতে গড়া নন্দিত সামাজিক সংগঠন সন্ধানের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি ক্যাম্পাস মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির। সন্ধানের সভাপতি মোঃ মাহবুবুর রহমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটি এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা শিল্পকলা একাডেমির দাযিত্বপ্রাপ্ত সাংস্কৃতিক কর্মকর্তা অসিত দাশ গুপ্ত, সদর থানার ইনচার্জ ইয়াসিনুল হক, লন্ডন প্রবাসী দানশীল ব্যক্তিত্ব গোলাম মোস্তাফা, বিশিষ্ট আইনজীবী তাজ উদ্দিন আহমেদ সুফি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাকারিয়া রুবেল ও সৌমিক। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাহির গ্রামবাংলার হারানো সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘পুঁথি পাঠ কার্যক্রম’ আবারও ফিরিয়ে আনায় সামাজিক সংগঠন সন্ধানের প্রশংসা করে বলেন, এখনকার তরুণ প্রজন্মের সন্তানরাই পারে উন্নত সংস্কৃতির বিকাশ ঘটিয়ে তরুণ-যুব সমাজকে বিপথ থেকে ফিরিয়ে একটি প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে। তিনি এ জন্য সন্ধান সংগঠনের প্রতিটি সদস্যকে তাদের কার্যক্রম আরও জোরালোভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি এমন মহতি ও জননন্দিত নানা কার্যক্রম সমাজে ছড়িয়ে দিতে সন্ধানকে বিশেষ অনুদান দেয়ার ঘোষণা দেন। এদিকে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্তির পরপরই পুঁথিপাঠ পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে সন্ধানের নিজস্ব শিল্পী এবং জেলার সদর ইউনিয়নের রিচি গ্রামের বাসিন্দা স্বনামধন্য শিল্পী গুহুর আলী পুঁথি পাঠ করেন। এছাড়া সিলেট ও মৌলভীবাজার জেলা থেকে আগত শিল্পীদের গান-নৃত্য উপস্থিত শত শত দর্শক মধ্য রাত পর্যন্ত উপভোগ করেন।
×