ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ মিলনের নতুন এ্যালবাম

প্রকাশিত: ০৩:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

শেখ মিলনের নতুন এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শেখ মিলন। নিজে গাওয়ার পাশাপাশি বিভিন্ন গানের সুর দেন এবং সঙ্গীত পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নতুন এ্যালবামের কাজে হাত দিয়েছেন। সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে তার সুর ও সঙ্গীত পরিচালনায় একটি নতুন এ্যালবাম। শিল্পী মিলন জানিয়েছে তার নতুন এই এ্যালবামে মোট তিনটি গান থাকছে। গান তিনটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি সুদীপ কুমার দীপ। তিনটি গানে কণ্ঠ দিয়েছেন ঐশী, কাজী শুভ ও শেখ মিলন নিজে। গানগুলো রেকর্ড করা হয়েছে গানপাগল স্টুডিওতে। সঙ্গীত অঙ্গনে শেখ মিলনের আলাদা একটি পরিচয় আছে। সঙ্গীত চর্চার পাশাপাশি বিটিভির সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠান উপস্থাপনাও করেন এই শিল্পী। এ প্রসঙ্গে শেখ মিলন বলেন যেসব শ্রোতাদের কাছে আমি আজও পৌঁছিতে পারিনি তাদের কাছে আমার এই নতুন এ্যালবামটি পৌঁছানোর চেষ্টা করব। আমি গানের মানুষ, আমি গান ভালবাসি, আমি গান নিয়েই বাঁচতে চাই। প্রসঙ্গত এর আগে শিল্পী শেখ মিলনের ‘আমার মাঝে তুমি’ নামে একটি এ্যালবাম বাজারে আসে। এ্যালবামটি প্রকাশ করেছে সুরঞ্জলি। এ্যালবামে মোট ৮টি গান গেয়েছেন শিল্পী মিলন। এর মধ্যে ৭টি গানের গীতিকার ও সুরকার শিল্পী মিলন নিজে। একটি গান লিখেছেন লালন লোহানী এবং সুর করেছেন নাজির মাহমুদ। এ্যালবামের সঙ্গীত পরিচালনায় ছিলেন শেখ মিলন ও মুশফিক লিটু। টাচ স্টুডিওতে ধারণকৃত এই এ্যালবামের গানগুলোতে শিল্পী শেখ মিলনের সহশিল্পী ছিলেন নাজু আখন্দ, সোমা হক, ঝর্ণা রহমান ও বাঁধন।
×