ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গানে গানে ইয়াসমিন মুশতারী

প্রকাশিত: ০৩:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

গানে গানে ইয়াসমিন মুশতারী

স্টাফ রিপোর্টার ॥ দেশের নন্দিত কণ্ঠশিল্পী ইয়াসমিন মুশতারীর গানে মুগ্ধ হলো শ্রোতা। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় তিনি একের পর এক গান গেয়ে শোনান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। ভাষা শহীদদের স্মৃতির প্রতি ও একুশের শেষ প্রহরে প্রয়াত পিতা কবি তালিম হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার পরিবেশনা শুরু করেন। এ উদ্দেশ্যে তার প্রথম নিবেদন নজরুলের ‘ভেসে আসে সুদূর স্মৃতির সুরভী হায় সন্ধ্যায়’ গানটি। তার পরের পরিবেশনায় ছিল শিল্পীর মৌলিক গান ‘আমার মায়ের মিষ্টি বুলি আমরা বাঙালী কেউ কি ভুলি’। এর পর শিল্পী চলে যান ঋতুরাজ বসন্তের গানে। একের পর এক গেয়ে শোনান বসন্তের গান। তার পরিবেশনায় ছিল ‘বসন্ত এলো এলো রে’, ‘সেদিন বলেছিলে’, ‘হরানো হিয়ার নিকুঞ্জ পথে’, ‘দোলন চাঁপা বনে দোলে’। দর্শকের অনুরোধ আর শিল্পীর পছন্দ যেন একাকার হয়ে যায় এ সময়। তিনি গেয়ে ওঠেন ‘পরান প্রিয় কেন এলে অবেলায়’। তার পরিবেশনায় ছিল ‘তরুণ প্রেমিক প্রণয় বেদন’, ‘ফাগুন রাতের ফুলের নেশায়’, ‘গানগুলি মোর আহত পাখিরসম’ ‘খেলিছ এ বিশ্বলয়েসহ বেশ কিছু গান। যেগুলো অনেকেরই খুব পরিচিত। গানের সঙ্গে সঙ্গে শ্রোতারাও নিজেদের কণ্ঠ মেলাতে থাকেন। প্রায় পৌনে দুই ঘণ্টায় শিল্পী ১৬টির মতো গান পরিবেশন করেন। নজরুলের ‘হে প্রিয় আমারে দেব না ভুলিতে’ গানটির মধ্য দিয়ে শেষ হয় শিল্পীর একক পরিবেশনা।
×