ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

একাই বসবাস ভারতের হিমাচল প্রদেশের গ্রেট ন্যাশনাল পার্কে ৮৩ বছর বয়সী ছেত্রী দেবী একমাত্র বসবাসকারী মানুষ। তিনি পাহাড়ের মুগ্ধ করা বন্য-সৌন্দর্যকে ভালবেসে একাই বসবাস করছেন। কয়েক দশক আগে তার স্বামী মারা গেলেও স্বামীর হাতে তৈরি বাড়ি ছেড়ে তিনি যেতে চাননি। নিজের তৈরি করা সুন্দর বাগানে পেট চলাবার মতো গম, বার্লি, আলু, ভুট্টা ও রাজমা চাষ করেন তিনি। জীববৈচিত্র্যে ভরপুর এই ন্যাশনাল পার্কটি ইউনেস্কো স্বীকৃত। ৭৫৪ স্কয়ার কিলোমিটার বিস্তৃত এই পার্কটিতে লেপার্ড, হিমালয়ের কালো ও বাদামি রঙের ভাল্লুক, স্নো লেপার্ডসহ প্রায় ৩১টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এছাড়া ৩০০ প্রজাতির পাখি, সাপ, ১০০-র বেশি প্রজাতির কীটপতঙ্গ রয়েছে এই জাতীয় উদ্যানে। -হিমটাইমস এশিয়ার সুন্দরতম দেশ ইন্দোনেশিয়াকে এশিয়ার সবচেয়ে সুন্দর দেশের শিরোপা দিল লন্ডনের ট্রাভেল গাইড বিষয়ক ওয়েবসাইট রাফ গাইডস। বিশ্বে ষষ্ঠ স্থান পাওয়া এই দেশটি ভ্রমণপিপাসু মানুষদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। এখানকার আগ্নেয়গিরি, ব-দ্বীপ প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শুধু প্রকৃতি নয়, এই দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বসবাসকারী বিভিন্ন জাতি-গোষ্ঠী ইন্দোনেশিয়াকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। সুন্দর দেশের তালিকায় স্থান পেয়েছে মোট ২০টি দেশ। যার মধ্যে ভারত ও ভিয়েতনাম যথাক্রমে ১৩তম এবং ২০তম স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। -ওয়েবসাইট
×