ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ বাহিনীকে সহায়তাকারী আফগান দোভাষীরা চরম বিপাকে

প্রকাশিত: ০৩:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

 ব্রিটিশ বাহিনীকে সহায়তাকারী আফগান দোভাষীরা চরম বিপাকে

আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছেন অনেক আফগান দোভাষী। কিন্তু পরে তাদের অনেকে তালেবানের হত্যার হুমকির শিকার হয়ে দেশ ছেড়েছেন। কেউ কেউ আশ্রয়ের জন্য এসেছেন যুক্তরাজ্যে, কিন্তু সেখানে এসে তারা স্বপ্নভঙ্গের শিকার হয়েছেন। একদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর তাদের শরণার্থী আবেদন গ্রহণ করছে না, আবার মৃত্যুর ভয়ে তারা দেশেও ফেরত যেতে পারছেন না। খবর বিবিসি’র। আফগানিস্তানে দু’বছর ব্রিটিশ বিশেষ বাহিনীর সঙ্গে অনুবাদক হিসেবে কাজ করার পর এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যা জাভেদ হটাক কখনও কল্পনাও করেননি। অথচ ব্রিটিশদের সঙ্গে কাজ করছেন বলে গর্ববোধ করতেন তখন। আর এখন তার উপলব্ধি, গ্রেট ব্রিটেনের বিশেষ বাহিনীর জন্য আমি কাজ করি, এটা মনে করে আফগানিস্তানে আমি গর্ববোধ করতাম। গ্রেট ব্রিটেন বিরাট নাম। কিন্তু এখন আমার লজ্জা হয়। তাদের জন্য কাজ করায় আমার অনুশোচনা হয়। তিনি বলেন, আমি একজন সৈনিক আর একজন অনুবাদক হিসেবে ব্রিটিশ বিশেষ বাহিনীর সঙ্গে কাজ করেছি। কান্দাহার, হেলমান্দ, নিমরুজের মতো বিপজ্জনক জায়গাগুলোয় তাদের সঙ্গে অভিযানে অংশ নিয়েছি। মঙ্গলে হবে মেগাসিটি আগামী ১০০ বছরের মধ্যেই মঙ্গলে তৈরি হয়ে যাবে মেগাসিটি। লালগ্রহেই ফ্ল্যাট কিনে সাজিয়ে-গুছিয়ে থাকতে পারবে মানুষ। এবার একেবারে মঙ্গলের মাটিতে মেগাসিটি তৈরির নক্সা প্রকাশ্যে আনল সংযুক্ত আরব আমিরাত। ২১১৭-র মধ্যে মঙ্গলের মাটিতে শহর তৈরি করবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মহাকাশে জায়গা দখলের দৌড়ে কে কাকে টেক্কা দিতে পারে ইসরো একসঙ্গে ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড তৈরির পর মহাকাশের দৌড়ে এখন রুশ-মার্কিন লড়াই অতীত। নতুন লড়াই ভারত-চিনে। -নাসা নিলামে হিটলারের টেলিফোন এবার নিলামে উঠছে হিটলারের ব্যক্তিগত ঐতিহাসিক ফোন যা তিনি ব্যবহার করতেন বাইরে কোথাও গেলে। এই ফোনটি নিলাম করছে মেরিল্যান্ডের একটি অকশন হাউস। রুশ কর্মকর্তারা এই ফোনটি ব্রিগেডিয়ার স্যার রেনারকে দিয়েছিলেন যখন তিনি হিটলারের বার্লিন বাঙ্কারে গিয়েছিলেন। রেনারের ছেলে সেই ফোনটি নিলামে দিচ্ছেন। লাল রঙের এই ফোনে রয়েছে নাজি পার্টির চিহ্ন এবং ফোনের পিছনে হিটলারের নাম খোদাই করা আছে। ১ লাখ মার্কিন ডলার বিড প্রাইস হলেও অনুমান করা হচ্ছে ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার দাম উঠতে পারে হিটলারের এই ব্যক্তিগত ফোনটির। -বিবিসি
×