ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উপত্যকার বাসিন্দাদের প্রতি ভারতীয় সেনা প্রধানের হুঁশিয়ারি

কাশ্মীরে অভিযানে বাধা দেয়া হলে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ০৩:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

কাশ্মীরে অভিযানে বাধা দেয়া হলে কঠোর ব্যবস্থা

কাশ্মীরে দুই পৃথক সংঘর্ষে এক মেজরসহ ভারতীয় সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হওয়ার একদিন পর বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন যে, উপত্যকায় বহুসংখ্যক সেনা সদস্য হতাহত হচ্ছেন, কারণ স্থানীয় লোকজন নিরাপত্তা বাহিনীর অভিযানে বাধার সৃষ্টি করছে। এমনকি বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের পালিয়ে যেতে সহায়তা করছে। ইতোপূর্বে খবরে বলা হয়েছে, রবিবারও অন্য এক এনকাউন্টারে ২ সেনা সদস্য নিহত হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। সেনাবাহিনী প্রধান সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, নিরাপত্তা অভিযানের সময় যারা এ ধরনের অন্তরায় সৃষ্টি করছে এবং সন্ত্রাসীদের পালিয়ে যেতে সহায়তা করছে বা পাকিস্তান ও ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের পতাকা প্রদর্শন করছে, তারা রাষ্ট্রবিরোধী বলে বিবেচিত হবে। তিনি বলেন, সেনাবাহিনী তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার কাশ্মীরে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, এ সন্ত্রাসীরা এখন গ্রামে নেমে এসেছে। আমরা যখন তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় লোকজন কোন না কোনভাবে নিরাপত্তা বাহিনীর অভিযান সমর্থন করছেন। আমাদের লক্ষ্য যেখানে জনবান্ধব অভিযান পরিচালনা করা, সেখানে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন অভিযান চালনায় আমাদের প্রতি বাধা সৃষ্টি করছে এবং বিভিন্ন সময়ে তারা সন্ত্রাসীদের পালিয়ে যেতে সহায়তা করছে। এ সব কারণেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা এখন স্থানীয় লোকজনের প্রতি বলছি, যে যুবকরা অস্ত্র তুলে নিচ্ছে তারা সন্ত্রাস অব্যাহত রাখলে, আইএস ও পাকিস্তানের পতাকা প্রদর্শন করলে তাদের রাষ্ট্রবিরোধী নাগরিক বলে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে এলোপাতারি অভিযান চলবে। তারা আজ রক্ষা পেতে পারে, কিন্তু আগামীকাল তাদের খুঁজে বের করব অবশ্যই। আমাদের অভিযান অবিরাম চলবে। এ যুবকদের মূলধারায় ফিরে আসার জন্য সুযোগ দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করে বলেন, যে সব যুবক যেজন্যই হোক সামাজিক মিডিয়ায় প্রচারের কারণে সহিংসতার পথে নেমেছে তাদের মা-বাবাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, তাদের সন্তানদের ঘরে ফিরিয়ে নেয়ার জন্য। এ যুবক ছেলেদের মেরে ফেলা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে, তাদের মূলধারায় ফিরিয়ে আনা কিন্তু তারা যদি এ কর্মকা- অব্যাহত রাখে, তা হলে তাদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে টুইটে বলেছেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে যে সাহসী ব্যক্তিরা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। তিনি পালাম বিমানবন্দরে সৈন্যদের শব দেহের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তিনি লিখেছেন, ভারত তাদের সাহস ও আত্মত্যাগ স্মরণ করবে সবসময়। কাশ্মীরে গতবছর শুরু হওয়া সেনা অভিযান বাসিন্দাদের বিক্ষোভের কারণে ব্যবহৃত হয়ে আসছে। তারা সেনাবাহিনীর ওপর পাথর ছোড়ে এবং অগ্নিসংযোগ চালায়।
×