ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০০:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১ কোম্পানি ও দুই মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট এক কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৬২৩টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৫৫ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এই ব্যাংক এক কোটি ৫০ লাখ ৫২ হাজার ২৮১টি ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৬১ লাখ টাকা। গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ লাখ টাকা। এমারেল্ড অয়েল ৪ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৪১ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে - এসিআই ফরমুলেশন, এ্যাপোলো ইস্পাত, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ফার কেমিক্যাল, ফু-ওয়াং ফুড, জেনারেশন নেক্সট, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, মাইডাস ফিন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড, আরএসআরএম স্টিল, ইউনিয়ন ক্যাপিটাল ও ইউনাইটেড ফিন্যান্স।
×