ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ২২:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কবিতা

স্মরণ করি শ্রদ্ধাভরে রবিউল হুসাইন আমার ভাষা বাংলাভাষা এই ভাষাতেই কথা বলি স্বপ্ন দেখি খেলা করি পাখির সঙ্গে উড়ে চলি তিরিশ কোটি মানুষ এখন বাংলা ভাষার পরিচয়ে মনের ভাবটি সরাসরি সারা বিশ্বে দেয় ছড়িয়ে বায়ান্নর আন্দোলনে ছাত্র-মজুর এক মিছিলে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি করে দলে দলে ঠিক তখনই গর্জে ওঠে রাইফেলের গুলি হঠাৎ লুটিয়ে পড়ে রফিক জব্বার রক্তে ভাসে ফুটপাত বাংলা ভাষার জন্য যারা জীবন দেয় এমনি করে আজ ফেব্রুয়ারির একুশ দিনে স্মরণ করি শ্রদ্ধাভরে। শিল্পী হামিদুর আ.ফ.ম. মোদাচ্ছের আলী আজ যে মিনার ভরা থাকে হাজার হাজার ফুলে কে এঁকেছে কে গড়েছে কি করে যাই ভুলে। যেই বেদিতে বেজে ওঠে বাংলা মায়ের সুর সেই মিনারের কারিগর ভাই শিল্পী হামিদুর।
×