ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকবেন শিল্পী শাহাবুদ্দিন

প্রকাশিত: ২০:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকবেন শিল্পী শাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক ॥ স্বনামধন্য শিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ আজ ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন দিল্লির ‘রাষ্ট্রপতি ভবনে’ বিশেষ মর্যাদায় অবস্থান করবেন। ভারতের রাষ্ট্র্রপতি প্রণব মুখার্জির বিশেষ অতিথি হিসেবে তিনিই প্রথম বিদেশি শিল্পী যিনি ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ মর্যাদায় রাষ্ট্রপতি ভবনে অবস্থান করতে যাচ্ছেন। ভারতীয় সাময়িকী আউটলুক এ তথ্য জানিয়েছে। শিল্পী শাহাবুদ্দিন এমন একজন বরেণ্য আন্তর্জাতিক শিল্পী, সারা বিশ্বেই যার চিত্রকর্ম সমাদৃত। তার শিল্পকর্ম ফ্রান্সের বোর্গ-এন-ব্রেসে, বুলগেরিয়ার জাতীয় জাদুঘর, সুইজারল্যান্ডের অলিম্পিক জাদুঘর, দক্ষিণ কোরিয়ার অলিম্পিক জাদুঘরসহ তাইওয়ান ও বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত আছে। তিনি গান্ধীজি এবং শেখ মুজিবুর রহমানের একাধিক পোট্রেট এঁকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাদার তেরেসা তার অনুপ্রেরণার উৎস। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে শিল্পীর একটি একক চিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। ‘শান্তি’ শীর্ষক এ প্রদর্শনীর সহায়তায় রয়েছে, কলকাতা ভিত্তিক গঙ্গা আর্ট গ্যালারি। ২১ বছর বয়সে একজন প্লাটুন কমান্ডার হিসেবে শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি ঘনিষ্ঠ ছিলেন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তৎকালীন পাকিস্তান রেডিওর ছাদে তিনি বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন বরেণ্য এ শিল্পী। ২০১৪ সালে ফ্রান্সের ‘নাইট ইন দি অর্ডার অব দি আর্টস অ্যান্ড লিটারেচার’ উপাধি লাভ করেন তিনি। ২০১৩ সালের ১১ই ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লেখক ও শিল্পীদের রাষ্ট্রপতি ভবনে অবস্থানের সুযোগ সৃষ্টি করতেই ‘ইন রেসিডেন্স’ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে বিখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী (রাজ্যসভা সাংসদ), পরেশ মাইতি এবং জয়শ্রী বর্মণ আর্টিস্ট ইন রেসিডেন্স হিসেবে অবস্থান করেছেন। এবার সেখানে থাকতে যাচ্ছে শিল্পী শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের পৈতৃক নিবাস নরসিংদী জেলায়। তিনি ১৯৭৪ সাল থেকে প্যারিসে বসবাস করছেন। তিন দশক ধরে তার চিত্রকর্ম বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়ে আসছে।
×