ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ার নিখোঁজ জেলেরা মিয়ানমার কোস্টগার্ডের হেফাজতে

প্রকাশিত: ০৮:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

 কলাপাড়ার নিখোঁজ জেলেরা মিয়ানমার কোস্টগার্ডের হেফাজতে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ ফেব্রুয়ারি ॥ নিখোঁজের এক মাস পরে মৎস্য বন্দর আলীপুরের ১০ জেলের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে নয় জেলে জীবিত থাকলেও কাওছার মুসল্লী (১৮) নামের এক জেলে মারা গেছে। মিয়ানমারের কোস্টগার্ড এসব জেলেদের আটক করে। মিয়ানমারের গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য। ১৬ জানুয়ারি এফবি ফয়সাল নামের ট্রলারটি আলীপুর বন্দর থেকে সাগরে মাছ শিকারে যায়। এরপর থেকে ট্রলারসহ ১০ জেলে নিখোঁজ ছিল। নিখোঁজ জেলেদের স্বজনেরা জানান, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ২৮ জানুয়ারি থেকে সাগরে ভাসতে থাকে। ১৫ ফেব্রুয়ারি মায়ানমার কোস্টগার্ড এদের আটক করে তাদের হেফাজতে নেয়। এসব জেলেরা হচ্ছে, লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের ট্রলার মাঝি আলী হোসেন গাজী, জেলে কবির হাওলাদার, সোবাহান ঘরামী, আলমগীর মাতুব্বর, নজরুল গাজী, হাচান হাওলাদার, মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের রুবেল, জাহিদুল, শামীম ও কাওছার মুসল্লী। এদের মধ্যে কাওছার মুসল্লী (১৮) মারা গেছে। কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তমালিক সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ পেয়ে তারা বাংলাদেশ কোস্টগার্ড, মৎস্য অধিদফতর, পটুয়াখালী জেলা পুলিশ সুপার, কলাপাড়ার ইউএনও ও মহিপুর থানা পুলিশকে অবহিত করেছেন।
×