ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংঘর্ষ ভাংচুর

সিলেটে ডিবি পুলিশ কার্যালয়ে ট্রাক শ্রমিকদের হামলা

প্রকাশিত: ০৭:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

সিলেটে ডিবি পুলিশ কার্যালয়ে ট্রাক শ্রমিকদের হামলা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ডিবি পুলিশ দুই ট্রাক শ্রমিককে আটকের ঘটনায় নগরীর উপশহর এলাকায় সংঘর্ষ, ভাংচুর ও সড়ক অবরোধ হয়েছে। হামলায় ৫জন আহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মহাজনপট্টি থেকে মাদকসহ দুই ট্রাক শ্রমিককে আটক করা হয়। পরে ১০/১২ শ্রমিক মিলে ডিবি পুলিশ কার্যালয়ে হামলা চালায়। শ্রমিকদের দাবি, দু’জনকে আটকের বিষয়টি জানতে তারা ডিবি পুলিশ কার্যালয়ে গেলে তাদের কাছে ঘুষ চাওয়া হয় এবং মারধর করা হয়। পরে উপশহর শাহজালাল সেতু সংলগ্ন এলাকায় এসেও ট্রাক ও মাইক্রোবাস শ্রমিকদের মারধর করে গোয়েন্দা পুলিশ। এ সময় কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা। রাত আটটার দিকে উপশহর রোজভিউ হোটেলের সামনে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষকালে ১০/১২ ট্রাক ও মাইক্রোবাস ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের পর সোবহানীঘাট থেকে শাহজালাল সেতু পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে রাত দশটার দিকে পুলিশ ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় ট্রাক শ্রমিকরা। আক্তার হোসেন নামে এক পিকআপ চালক বলেন, আমরা ডিবি অফিসে গিয়ে অন্যদের আটকের কারণ জানতে চাইলে পুলিশ জানায়, তাদের মাদকসহ আটক করা হয়েছে
×