ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার প্রধানের অধীনেই আগামী নির্বাচন ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

সরকার প্রধানের অধীনেই আগামী নির্বাচন ॥  নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকালীন সরকারের অধীনে যথাসময়েই আগামী জাতীয় নির্বাচন হবে। তিনি বলেন, যিনি সরকারের প্রধানমন্ত্রী আছেন, তাঁর অধীনেই নির্বাচন হবে। তিনি যদি ইচ্ছা করেন, মনে করেন, তাহলে অন্তর্বর্তী সরকার গঠন করবেন। যেটা সংবিধানে আছে। যাদের নিয়ে করার ইচ্ছা, তিনি তাই করবেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনে ‘স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা, স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের অনারারি পরিচালক ও বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির হেমাটোলজির অধ্যাপক ডা.এবিএম ইউনুস, রক্তদাতাদের পক্ষে সাইমুন ইমতিয়াজ ও নিয়মিত রক্তগ্রহীতাদের পক্ষে থ্যালাসেমিয়া রোগী দশম শ্রেণীর ছাত্রী শোভা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। তিনি যদি মনে করেন, অন্তর্বতীকালীন সরকার করবেন তাহলে সে সুযোগও আছে। এই নির্বাচনে আপনারা অবশ্যই আসবেন বলে আমি বিশ্বাস করি। সংবিধানের ধারাবাহিকতার কথা উল্লেখ করে নাসিম বলেন, বর্তমান নির্বাচিত সরকারের অধীনে নির্দিষ্ট সময়েই আগামী জাতীয় নির্বাচন হবে। এতে কোন্ দল আসবে আর কোন্ দল আসবে না, সেটি ওই তাদের ভাবনা। বিশ্বের বহু দেশেই এখন ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি ব্যালট পেপারের পরিবর্তে যন্ত্রে ভোট গ্রহণের কথা ভেবে থাকে তাহলে আওয়ামী লীগ এর পক্ষেই আছে। নির্বাচন কমিশনের যন্ত্রে ভোট গ্রহণের ভাবনাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এখন মানুষ বেশ সচেতন। জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডের এ ডিজিটাল যুগে কারো ভোট কারচুপির সুযোগ নেই। কাউকে আর এ সুযোগ দেয়াও হবে না। কোয়ান্টাম নিরাপদ রক্ত ছাড়া কোন রক্ত গ্রহণ করে না, এমন সেøাাগানের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা দুষিত রক্ত সংগ্রহ ও সরবরাহ করে থাকে এবং নামসর্বস্ব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দুই শতাধিক রক্তদাতার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ আইডি কার্ড তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত রক্তদাতারা প্রত্যেকে ২৫ বারের বেশি করে রক্ত দান করেছেন।
×