ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

বিসিএস কর্নার

অচিন্ত কুমার শিক্ষক: হলিফ্লাওয়ার মডেল কলেজ বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য ১. বাংলা গদ্যের জনক কে? ক) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) কাজী নজরুল ইসলাম ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২. ‘কপাল কু-লা’ কোন প্রকৃতির রচনা? ক) রোমান্সমূলক উপন্যাস খ) বিয়োগান্তক নাটক গ) ঐতিহাসিক উপন্যাস ঘ) সামাজিক উপন্যাস ৩. ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়? ক) ১৮০০ খ) ১৮৫৭ গ) ১৯০৭ ঘ) ১৯০৯ ৪. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক) অক্ষয়কুমার দত্ত খ) প্যারীচাঁদ মিত্র গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) সৈয়দ মুজতবা আলী ৫. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? ক) কবর খ) পায়ের আওয়াজ পাওয়া যায় গ) জন্ডিস ও বিবিধ বেলুন ঘ) ওরা কদম আলী ৬. কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? ক) চৈতালী খ) রাখালী গ) ফণিমনসা ঘ) আলো পৃথিবী ৭. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ক) বর্ণ খ) শব্দ গ) অক্ষর ঘ) ধ্বনি ৮. ‘উপরোধ’ শব্দের অর্থ কী? ক) প্রতিরোধ খ) অনুবোধ গ) উপস্থাপন ঘ) উপযোগী ৯. মধ্য যুগের প্রথম কাব্য কোনটি? ক) শূন্যপরান খ) ডাকার্নব গ) শ্রীকৃষ্ণকীর্তন ঘ) গীতগোবিন্দ ১০. ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ কাব্য গ্রন্থের রচয়িতা কে? ক) শামসুর রাহমান খ) আল মাহমুদ গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) নির্মলেন্দু গুণ ১১. ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে? ক) হুমায়ুন আজাদ খ) শক্তি চট্টোপাধ্যায় গ) আল মাহমুদ ঘ) বিনয় ঘোষ ১২. ‘কাঁশবনের কন্যা’ কোন জাতীয় রচনা? ক) নাটক খ) উপন্যাস গ) প্রবন্ধ ঘ) ছোট গল্প ১৩. ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ পঙ্ক্তিটির রচয়িতা কে? ক) কাজী নজরুল ইসলাম খ) সিকন্দার আবু জাফর গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত ১৪. ‘দোজখের ওম’ গল্পগ্রন্থটি কার রচনা? ক) আখতারুজ্জামান ইলিয়াস খ) হাসান আজিজুল হক গ) শওকত ওসমান ঘ) হুমায়ূন আহমদ ১৫. ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু’ গ্রন্থ কে রচনা করেন? ক) আখতারুজ্জামান ইলিয়াস খ) শওকত ওসমান গ) হাসান আজিজুল হক ঘ) সৈয়দ শামসুল হক (উত্তর পরবর্তী সংখ্যায়...)
×