ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনাল-স্বপ্নে বিভোর গ্রিজম্যান

প্রকাশিত: ০৬:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ফাইনাল-স্বপ্নে বিভোর গ্রিজম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরটা স্বপ্নের মতোই কেটেছে এ্যান্তনিও গ্রিজম্যানের। স্পেনের জায়ান্ট ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলেছেন তিনি। দেশের হয়ে খেলেছেন ইউরোর ফাইনালও। কিন্তু দুর্ভাগ্য তার। দু’টি টুর্নামেন্টের ফাইনালেই হেরেছেন ফ্রান্সের তরুণ প্রতিভাবান এই ফুটবলার। তবে অসাধারণ ফুটবল খেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসির সঙ্গে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তিনেও জায়গা করে নিয়েছিলেন এ্যান্তনিও গ্রিজম্যান। গত বছর গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টেই হেরে যাওয়ার হতাশা এখনও কুরে কুরে খায় গ্রিজম্যানকে। তবে ২৫ বছর বয়সী এই ফরাসী তারকা সেই দুঃখ ভুলার জন্য আরও একটি ফাইনাল খেলতে মরিয়া। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে গত বছরটা দারুণ কেটেছে আমার। যেখানে রয়েছে অসাধারণ কিছু স্মৃতি। কিন্তু দুটি টুর্নামেন্টের ফাইনালেই হেরে যাওয়াটা আমার ক্যারিয়ারেরই সবচেয়ে বড় হতাশা। তাই আমার লক্ষ্য আবারও ফাইনালে ওঠা এবং আশাকরি এমনটা যখন হবে তখন আমি জয়ী দলের পক্ষেই থাকব।’ দুটি টুর্নামেন্টের ফাইনালে হেরেও ফিফার বর্ষসেরা পুরুষ তালিকার সেরা তিনে ছিলেন গ্রিজম্যান। জুরিখের সেই আলো ঝলমলে রাতে অনেক ফুটবলপ্রেমীর হৃদয়ও কেড়ে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গ্রিজম্যান-মেসিদের টপকে ফিফার সেরা ফুটবলারের খেতাব জিতেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এই পুরস্কারের সেরা তিনে জায়গা করে নিতে পেরেই দারুণ সন্তুষ্ট গ্রিজম্যান। এ প্রসঙ্গে পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় বলেন, ‘এটা সত্যিই খুব আনন্দের এবং গর্বের বিষয়। গত মৌসুমে সেরা ফুটবলারের মধ্যে থাকতে পারাটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আশাকরি এই পথে নিয়মিতই হাঁটতে পারব। তবে এর জন্য ক্লাব এবং জাতীয় দলের সতীর্থরাই কৃতিত্ব পাওয়ার দাবিদার। তাদের ছাড়া এটা আসলেই সম্ভব ছিল না।’ গ্রিজম্যান আলাদা করে কৃতিত্ব দিচ্ছেন এ্যাটলেটিকো মাদ্রিদের অভিজ্ঞ কোচ ডিয়েগো সিমিওনিকেও।
×