ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পি. সারা ওভালে শততম টেস্ট বাংলাদেশের

প্রকাশিত: ০৬:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

পি. সারা ওভালে শততম টেস্ট বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই ১৭ বছর পেরিয়ে গেছে টেস্ট মর্যাদা পাওয়ার পর। এই সময়ের মধ্যে ৯৮ টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ। নিজেদের মাটিতে ২০০০ সালে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে টেস্ট খেলার সেঞ্চুরি হতে যাচ্ছে বিদেশের মাটিতে। আসন্ন শ্রীলঙ্কা সফরেই নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৫ থেকে ১৯ মার্চ কলম্বোর পি. সারা ওভাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে টাইগারদের শততম সাদা পোশাকের ম্যাচ। পূর্ণাঙ্গ এ সিরিজের চূড়ান্ত সময়সূচী শুক্রবার জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে আলোচনায় এ সফরসূচী চূড়ান্ত করা হয়েছে। সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ খেলবে বাংলাদেশ দল। গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর শেষ করে বাংলাদেশ। আর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে খেলেছে একটি টেস্ট। দুই সপ্তাহের কিছু বেশি সময় বিশ্রাম পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে অনুশীলন শুরু হবে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে কয়েকদিনের জন্য। সবকিছু ঠিক থাকলে ২৭ ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। সিরিজের শুরুটা ২ টেস্ট দিয়ে। এরপর আছে ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচের প্যাকেজ। পূর্ণাঙ্গ এ সফরটি শুরুতেই একটা দু’দিনের প্রস্তুতি ম্যাচ এবং ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ৫০ ওভারের ম্যাচ খেলবে সফরকারীরা। ২ মার্চ একমাত্র দু’দিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে। ৭-১১ মার্চ গলে প্রথম টেস্ট, ১৫-১৯ মার্চ পি. সারা ওভালে দ্বিতীয় টেস্ট। আর এই ম্যাচটি ঐতিহাসিক এক মাইলফলক হতে চলেছে। কারণ সেটা হবে বাংলাদেশের ইতিহাসে ১০০তম টেস্ট। আর সেটার সাক্ষী হতে যাচ্ছে এই স্টেডিয়ামটি। দুই টেস্টের সিরিজ শেষে ২২ মার্চ একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ২৫, ২৮ মার্চ দুটি দিবারাত্রির ওয়ানডে রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে তৃতীয় ওয়ানডে। ৪ ও ৬ এপ্রিল দুই ম্যাচের টি২০ সিরিজ হবে প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
×