ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া এককভাবে শীর্ষে

প্রকাশিত: ০৬:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

জিয়া এককভাবে শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে ১১ দাবাড়ু তৃতীয় স্থানে। ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়া ফিদেমাস্টার ইমনকে, পরাগ আনিসুজ্জামান মল্লিককে, মোস্তফা শওকত বিন ওসমান শাওনকে, ফাহাদ হাদিউজ্জামানকে, আবজিদ মোঃ ফিরোজ আহমেদকে, ফয়সাল সিদ্দিকুর রহমানকে, নাসিম মোঃ শরীয়তউল্লাহকে, নিখিল মোঃ মানিককে, নয়ন আনিসুজ্জামান জুয়েলকে, হানিফ আমজাদ হোসেনকে হারায়। সোহেল জামালের সঙ্গে ড্র করেন। মিলিয়ন ডলারের অপেক্ষায় ভারত স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ভারত। দু’মাস আগে চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে শীর্ষ-স্মারক (গদাই সদৃশ) ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির দল। এবার মিলিয়ন ডলারের চেকটা হাতে নেয়ার অপেক্ষা। ১ এপ্রিল, ২০১৭ এক নম্বর স্থান ধরে রাখতে পারলেই আইসিসির কাছ থেকে পুরস্কারের ১ মিলিয়ন ডলার পাবে তারা। এজন্য ছোট্ট একটা কাজ করতে হবে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ম্যাচ জিতলেই হবে। ঘরের মাটিতে চার টেস্টের সিরিজে ভারত একটি টেস্টও জিতবে না, তা কি হয়। ১ এপ্রিল পর্যন্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটা তাই অনেকটাই নিশ্চিত।
×