ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেটিংয়েও শচীনের রেকর্ড ভাঙ্গার পথে কোহলি

প্রকাশিত: ০৬:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

রেটিংয়েও শচীনের রেকর্ড ভাঙ্গার  পথে কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। সবকটিই অধিনায়ক হিসেবে। আর কোন ভারতীয় অধিনায়কের এতগুলো ডাবল সেঞ্চুরি নেই। তার মাঝে যে শচীন টেন্ডুলকরের ছায়া খোঁজা হয়, সেই গ্রেটেরও নেই এমন কীর্তি। ক্রমশ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন সুপার কোহলি। এবার আরও এক নজিরের হাতছানি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৯৫। এটা তার ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং। ইতোমধ্যে ভারতীয়দের মধ্যে রাহুল দ্রাবিড়কেও (৮৯২ রেটিং) টপকে গেছেন। বর্তমান অধিনায়কের সামনে এখন শচীনকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। দুইযুগ লম্বা ক্যারিয়ারে শচীনের সেরা রেটিং পয়েন্ট ছিল ৮৯৮। কোহলি যে ফর্মে, তাতে মাত্র তিন পয়েন্টের পার্থক্য টপকে যেতে মোটেই সমস্যা হওয়ার কথা নয়। গত জুনের পর দেশের মাটিতে ৯ টেস্টে ১২০৬ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এ ফর্মটা ধরে রাখতে পারলে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৯০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছুঁয়ে ফেলার কথা দিল্লীর এই ব্যাটসম্যানের। শুধু সুনীল গাভাস্কারই পেরেছিলেন সর্বোচ্চ ৯১৬ পয়েন্ট অর্জন করতে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজটা র?্যাঙ্কিং সেরা ব্যাটসম্যানের লড়াইয়েও রূপ নিতে পারে। ৯৩৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছেন স্টিভেন স্মিথ। ভারতীয় স্পিনারদের মুখে পড়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক যদি পয়েন্ট হারান। আর কোহলি নিজের ফর্ম ধরে রাখতে পারলে প্রথমবারের মতো র?্যাঙ্কিং শ্রেষ্ঠত্ব পেতেই পারেন। আর সে পথেই ভেঙ্গে যাবে টেন্ডুলকরের আরেকটি রেকর্ডও। উল্লেখ্য, সদ্যই হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য ২০৪ রান করে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। কোহলি পেছনে ফেলেছেন স্যার ডন ব্রাডম্যান ও রাহুল দ্রাবিড়কে। সাবেক দুই গ্রেটের এতদিন টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি ছিল। সংখ্যাটাকে চারে নিয়ে গেছেন কোহলি।
×