ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আম্পায়ার রবির প্রত্যাশা

প্রকাশিত: ০৬:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

আম্পায়ার রবির প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই নিজেকে আইসিসি আম্পায়ার্স প্যানেলের একজন হিসেবে প্রতিষ্ঠিতই করে ফেলেছেন। আইসিসি’র সহযোগী ও সহকারী দেশগুলোর বিভিন্ন টুর্নামেন্ট ও ম্যাচ পরিচালনা নিয়মিতই করছেন রবিউল হক। আর অনুর্ধ-১৯ এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং আরব আমিরাত-আয়ারল্যান্ডের আন্তর্জাতিক টি২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন চট্টগ্রামে জন্ম নেয়া রবি। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাড়িতেই বেড়ে উঠেছেন ৩৪ বছর বয়সী এ আম্পায়ার। কিন্তু আরব আমিরাতের রেজিস্টার্ড আম্পায়ার তিনি। কিন্তু রবি আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার। এক্ষেত্রে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহায়তা কামনা করেছেন। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর পৈত্রিক বাড়ি চট্টগ্রাম জেলার উত্তর কাট্টলী (মুন্সিপাড়া)। সেখানেই বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবারের রবির স্বপ্ন ছিল নান্নু ভাইয়ের মতো নামি দামি ক্রিকেটার হওয়ার, খেলেছেন চট্টগ্রাম বয়সভিত্তিক ক্রিকেটেও। আবার পাড়ার ক্রিকেটে আম্পায়ারিংও করতেন। ২০০১ সালে মাত্র ১৮ বছর বয়সে নিজের জিদ ও ক্রিকেটের প্রতি অগাধ ভালবাসার জন্য চট্টগ্রাম জেলা আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়েশন থেকে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সেখান থেকে ভাল অবস্থানে যাওয়ার আগেই ২০০৬ সালে পারিবারিক সচ্ছলতা ফেরাতে কর্মের উদ্দেশ্যে যেতে হয়েছে দুবাই। কিন্তু আম্পায়ারিংয়ের নেশা ত্যাগ না করে প্রবাস জীবনের প্রথম বছরই চাকরির পাশাপাশি আবুধাবী ক্রিকেট ক্লাবে রেজিস্টার্ড আম্পায়ার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দিকে মনোযোগী হন। আবুধাবীর ক্লাব ক্রিকেটে সফল হওয়ায় ২০০৯ সালের মার্চে এমিরেটস প্রো আর্চ ট্রফিতে আম্পায়ারিংয়ের সুযোগ পান। ২৬ বছর বয়সে ইংলিশ কাউন্টি ক্রিকেটে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে যান। পরিচালনা করেন সারে, ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, সাসেক্স ও এসেক্সের ম্যাচ। কাউন্টিতে দক্ষতা দেখানোয় আরব আমিরাতের আম্পায়ারিং প্যানেলে তাকে যুক্ত করা হয়। ২০১৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সহযোগিতায় ওমানে হওয়া লেভেল-২ আম্পায়ার্স কোর্স সফলভাবে শেষ করেন। এরপরই এসিসির ম্যাচ পরিচালনার সুযোগ লাভ করেন। ২০১৩-১৪ সালের অনুর্ধ-১৯ এশিয়া কাপে আম্পায়ার্স প্যানেলে যুক্ত হন রবি। ২০১৫ সালে এসিসির আঞ্চলিক বাছাই টি২০ কাপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ম্যাচ পরিচালনা করেছেন। তখন থেকেই আম্পায়ার হিসেবে পরিচিতি বেড়ে যাওয়ায় বর্তমানে আরব-আমিরাতে কোন আন্তর্জাতিক সিরিজ হলেই সেই সিরিজগুলোর প্রস্তুতি ম্যাচগুলো পরিচালনার দায়িত্ব পেয়ে যান রবি। আর আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেন আয়ারল্যান্ড এবং আরব আমিরাতের মধ্যকার টি২০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে। এছাড়া গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনুর্ধ-১৯ এশিয়া ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও পরিচালনা করেন রবি। ২০১৪ সালে চট্টগ্রামে এবং ২০১৬ সালে ঢাকায় বিসিবির পৃষ্ঠপোষকতায় হওয়া সেমিনারেও অংশগ্রহণ করেন। গত বছর আরব আমিরাতের পক্ষে আম্পায়ার এডুকেটর হিসেবে প্রশিক্ষণ নিতে ব্যাংককে পাঠানো হয় তাকে। বর্তমানে তিনি আইসিসি আম্পায়ার প্যানেলস সহযোগী ও সহকারী সদস্য দেশগুলোর ম্যাচ পরিচালনার জন্য আন্তর্জাতিক আম্পায়ার। কিন্তু বাংলাদেশের হয়ে দেশের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে চান চট্টগ্রামের ছেলে রবি।
×