ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মেসি ইতিহাসের সেরা’

প্রকাশিত: ০৬:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

‘মেসি ইতিহাসের সেরা’

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে মাঠের পারফর্মেন্সে স্বরূপে দেখা যাচ্ছে না লিওনেল মেসিকে। দিনকয়েক আগে চ্যাম্পিয়ন্স লীগে পিএসজি’র বিরুদ্ধেও ছিলেন নিষ্প্রভ। যে কারণে সমালোচনাও শুনতে হচ্ছে বার্সিলোনার আর্জেন্টাইন তারকাকে। তবে এই সময়ে মেসির পাশে দাঁড়িয়েছেন তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ জ্যাভিয়ের মাশ্চেরানো। এক সাক্ষাতকারে মাশ্চেরানো মেসিকে ক্লাবের চেয়ে বড় বলে অভিহিত করেছেন। এই ডিফেন্ডারের মতে, মেসি শুধু বার্সারই নয়, ইতিহাসেরই সেরা ফুটবলার। কোন খেলোয়াড়ই তার ক্লাবের চেয়ে বড় নয়। এটাই স্বাভাবিক নিয়ম বা প্রচলিত কথা। কিন্তু মেসির ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম বলে মনে করেন মাশ্চেরানো। তার দৃষ্টিতে ন্যুক্যাম্পে মেসি ক্লাবের চেয়েও বড়। শুধু তাই নয়, মাশ্চেরানো মনে করেন বার্সিলোনায় একমাত্র মেসিই অপরিহার্য ফুটবলার। অন্য সবার শূন্যতা পূরণ করা সম্ভব, কিন্তু পাঁচবারের বর্ষসেরা ফুটবলার অতুলনীয়। গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ সদস্য কার্লোস পুওল, জাভি হার্নান্দেজ ও দানি আলভেস বার্সিলোনা ছেড়ে গেলেও ক্লাবের সাফল্য অব্যাহত আছে। ২০০৫ থেকে ক্লাবের হয়ে ২৮টি শিরোপা জেতা মেসির উপস্থিতির গুরুত্ব এখানে অপরিসীম। আর এ কারণেই ক্লাবের চেয়েও ব্যক্তি মেসি এখানে বড় মাশ্চোনোর কাছে। সাক্ষাতকারে মাশ্চেরানো বলেন, মেসি অপরিহার্য। কিন্তু বাকি আমাদের সবার পরিবর্তন সম্ভব। লিও অনন্য খেলোয়াড়। আমরা এই ক্লাব ও এই ক্রীড়ার ইতিহাসের সেরা খেলোয়াড়ের বিষয়ে কথা বলছি। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় বার্সা ছেড়ে গেছে যারা ক্লাবের ইতিহাসে রয়ে যাবে। কিন্তু তাদের ছাড়াই দল এখনও কাজ করছে, এখনও জিতছে। তিনি আরও বলেন, ক্লাবটি যে কোন কোচ ও খেলোয়াড়ের চেয়ে বড়। তবে মেসির ক্ষেত্রে কেবল তা ব্যতিক্রম। এটাই বাস্তবতা এবং আপনাকে এটা মানতে হবে। এদিকে পিএসজি’র কাছে বার্সিলোনার বিধ্বস্ত হওয়ার পর পুরনো গুঞ্জন নতুন করে উস্কে দিয়েছেন পাট্রিক ক্লুইভার্ট। মেসিকে দলে টানার আগ্রহের কথা জানিয়েছেন ফরাসী ক্লাবটির এই পরিচালক। পিএসজি’র ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা বার্সিলোনার এই সাবেক ফরোয়ার্ড বলেন, মেসিকে দলে পেতে সবাই চাইবে। এক্ষেত্রে কখনই না বলা যাবে না। সবদলই মেসির মতো খেলোয়াড়কে পেতে চায়। এরইমধ্যে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার ও লুইস সুয়ারেজ। মেসির চুক্তি এখনও হয়নি। বার্সিলোনার সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের চুক্তি শেষ হবে ২০১৮ সালে। আরেক খবরে জানা গেছে, বার্সার হারের কারণ নাকি পপতারকা শাকিরা। শাকিরা তার ৪০তম জন্মদিন উপলক্ষে নিজের টুইটার ও ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে একটি ছবি আপলোড করেন। ছবিতে হাতের আঙ্গুল দিয়ে ‘চার’ এবং ‘শূন্য’ বানিয়ে নিজের বয়স জানান দেন বার্সিলোনার স্প্যানিশ লেফট ব্যাক জেরার্ড পিকের অর্ধাঙ্গিনী। বিপত্তির সূত্রপাত সেখানেই। গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ডি মারিয়া-কাভানিদের দল পিএসজি’র কাছে মেসি-নেইমাররা হেরেছেন ৪-০ ব্যবধানে। এই হারের পর শাকিরার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে সমালোচনার ঝড় তুলেছেন বার্সা সমর্থকরা। কারও মতে পিকের দল বার্সিলোনার হার নিয়ে মশকরা করেছেন শাকিরা।
×