ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবি’র জন্মদিনে তাহিরের উপহার

প্রকাশিত: ০৬:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

এবি’র জন্মদিনে তাহিরের উপহার

স্পোর্টস রিপোর্টার ॥ বড় তারকা এবি ডি ভিলিয়ার্সের ৩৩তম জন্মদিনটাকে রাঙিয়ে দিলেন সতীর্থ ইমরান তাহির। নিউজিল্যান্ড সফরের শুরুতেই একমাত্র টি২০তে ৭৮ রানের দারুণ জয় পেয়েছে প্রোটিয়ারা। হাসিম আমলার দুরন্ত হাফ সেঞ্চুরির (৬২) সৌজন্যে ৬ উইকেটে ১৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউই শিবির। ২৪ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন ইমরান তাহির। এর মধ্য দিয়ে টি২০তে দ্বিতীয় দ্রুততম ৫০ শিকারের (৩১ ম্যাচে ৫৪) নজির গড়েছেন তুখোড় লেগস্পিনার। কাকতালীয়, ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অকল্যান্ডের এই ইডেন পার্কেই ইতিহাসের প্রথম টি২০তে অস্ট্রেলিয়ার কাছে ৪৪ রানে হেরেছিল ব্ল্যাক-ক্যাপসরা। রবিবার হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টসে হেরে তৃতীয় ওভারে কুইন্টন ডি’কককে (০) হারিয়ে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। এরপরই শুরু আমলা ও ফ্যাফ ডুপ্লেসিসের ব্যাটিং তা-ব। মাত্র ৮.৩ ওভারে ৮৭ রান যোগ করেন দু’জনে। সাজঘরে ফেরার আগে সর্বোচ্চ ৬২ রান করেন আমলা। তার ৪৩ বলের ঝড়ো ইনিংসটি ৯ চার ও ১ ছক্কা দিয়ে সাজানো। এ ছাড়া অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ১ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৬, জেপি ডুমিনি ১৬ বলে ২৯ ও ‘বার্থ ডে বয়’ ডি ভিলিয়ার্স ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন। স্বাগতিকদের হয়ে ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম নেন দুটি করে উইকেট। ১৮৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানে অভিষিক্ত গ্লেন ফিলিপস (৫) ও অধিনায়ক উইলিয়ামসন ফিরলে (১৩) চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রোটিয়া পেসার ক্রিস মরিস পরপর দুই দু’জনকে সাজঘরে পাঠিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো স্বাগতিকরা ১৪.৫ ওভারে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায়। সর্বোচ্চ ৩৩ রান আসে টম ব্রসের ব্যাট থেকে। নয় নম্বরে নেমে সাউদি মাত্র ৬ বল ৩ ছক্কায় ২০ রান করলে কিউইদের সংগ্রহ ১শ’ পেরোয়। কিউই ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেয়ার পথে ২৪ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা ৫ উইকেট তুলে নেন তাহির। এর মধ্য দিয়ে টি২০ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন ৩৭ বছর বয়সী তুখোড় এই লেগস্পিনার। এ ছাড়া ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন চতুর্থ টি২০ খেলতে নামা কৃঞ্চাঙ্গ পেসার আন্দিল ফেলুকওয়ে। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ১৮৫/৬ (২০ ওভার; আমলা ৬২, ডি কক ০, ডুপ্লেসিস ৩৬, ডি ভিলিয়ার্স ২৬, ডুমিনি ২৯, বেহারদিয়ান ৮, মরিস ৯*, পারনেল ৪*; বোল্ট ২/৮, হুইলার ১/৪৯, সাউদি ০/৪৭, স্যান্টনার ০/৪০, ডি গ্র্যান্ডহোম ২/২২, মুনরো ০/১১)। নিউজিল্যান্ড ১০৭ (১৪.৫ ওভার; ফিলিপস ৫, উইলিয়ামসন ১৩, মুনরো ০, ব্রুস ৩৩, এ্যান্ডারসন ৬, ডি গ্র্যান্ডহোম ১৫, রনকি ০, স্যান্টনার ৫, হুইলার ৬, সাউদি ২০, বোল্ট ১*; মরিস ২/১০, প্যাটারসন ০/১৩, পার্নেল ০/৪০, ফেলুকওয়েয়ো ৩/১৯, তাহির ৫/২৪)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৭৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ॥ ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ ॥ এক ম্যাচের টি২০ দক্ষিণ আফ্রিকা ১-০তে জয়ী।
×