ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভাল নৈপুণ্য দেখিয়েই ফিরতে চান রুবেল

প্রকাশিত: ০৬:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ভাল নৈপুণ্য দেখিয়েই ফিরতে চান রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ বিরতির পর নিউজিল্যান্ড সফরে দলে ফিরেছিলেন। কিন্তু তিন টি২০ ও এক টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। কিউইদের বিরুদ্ধে সর্বশেষ টেস্টে আর খেলা হয়নি। ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে দল থেকেও বাদ পড়েন। তবে চলমান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) খেলছেন রুবেল হোসেন। বেশ ভাল ছন্দেই বোলিং করছেন তিনি। ডানহাতি এ অভিজ্ঞ পেসার জানিয়েছেন ভাল নৈপুণ্য দেখিয়েই আবার দলে ফিরতে চান। নিজে ভাল বোলিং করে যেতে চান এবং জাতীয় দলে নেয়ার বিষয়ে বিবেচনার ভারটা তিনি নির্বাচকদের ওপরেই দিয়েছেন। গত সেপ্টেম্বরে ইনজুরি কাটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরেছিলেন রুবেল। কিন্তু দুই ম্যাচে নিয়ন্ত্রণহীন বোলিং করে আবার দল থেকে ছিটকে পড়েন। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে কিছুটা ভাল করার সুবাদে নিউজিল্যান্ড সফরের দলে ঠাঁই করে নেন। তিন ম্যাচের টি২০ সিরিজে বেশ ভাল নৈপুণ্য দেখান তিনি। কিন্তু প্রথম টেস্টে রুবেলের তেজ দেখা যায়নি। তাই আবার বাদ পড়েন। খেলতে পারেননি কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট কিংবা পরবর্তীতে ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে। কিন্তু নিজেকে ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপ্রাণ। নিজের অবস্থান সম্পর্কে ২৭ বছর বয়সী এ পেসার বলেন, ‘আমি যখন যেখানে ক্রিকেট খেলি না কেন আমার সেরা ক্রিকেট খেলার চেষ্টা করি। আমি অনেক কষ্ট করছি, অনেক কঠিন পরিশ্রম করছি আর মাঠে এর প্রয়োগ করার চেষ্টা করছি। আলহামদুল্লিাহ ভালই মনে হচ্ছে আমার ছন্দ। ইনশাআল্লাহ আমি এটাকে ধারাবাহিক করতে চাই। কিন্তু আমাকে আরও অনেক কঠিন পরিশ্রম করতে হবে।’ নিউজিল্যান্ডের উইকেটে ভাল করলেও বাংলাদেশের মাটিতে পেসারদের ভাল করাটা বড় চ্যালেঞ্জের। কারণ উইকেটের ধরনই ভিন্ন। এবার বিসিএল খেলতে গিয়ে অবশ্য কিছুটা ভাল লেগেছে রুবেলের। এ বিষয়ে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের উইকেট একটু বাউন্সি থাকে। বল যখন ইচ্ছা তখন ক্যারি করান যায় আর আমাদের বাংলাদেশে স্পিন সহায়ক উইকেট থাকে। তারপরও এবার যা দেখালাম বিসিএলের উইকেটে যথেষ্ট ঘাস ছিল। আমার কাছে মনে হয়েছে এটা পেস বোলারদের জন্য খুব ভাল। যারা একটু নিজের সক্ষমতা দিয়ে বল করবে যারা উইকেটটা বুঝতে পারবে খুব তাড়াতাড়ি সহজেই আমার মনে হয় এ ধরনের উইকেটে ভাল করতে পারবে।’ রুবেলও গত দুই রাউন্ডে খেলে ভাল বোলিং করেছেন। শ্রীলঙ্কা সফর এগিয়ে আসছে। সেখানে যেতে চান দলের সঙ্গে। কিন্তু সেটার জন্য নিজেকে প্রমাণ করে বিবেচনার ভারটা জাতীয় দলের নির্বাচকদের ওপরই ছেড়ে দিতে চান এ ডানহাতি। এ বিষয়ে রুবেল বলেন, ‘আমি এটা নিয়ে ভাবছি না। যেহেতু এটা সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করে। আমি এখন বিসিএল খেলছি, আমার লক্ষ্য এখানে ভাল বোলিং করা, উইকেট নেয়া। দলের যেভাবে ভাল হবে আমি সে চেষ্টাই করি। আর নির্বাচকরা সবাই মাঠে যাচ্ছে, সব ম্যাচ দেখছেন, তারা দেখছেন কে কেমন করছে। এটা সম্পূর্ণ তাদের ওপর। অবশ্য আমি যদি সুযোগ পাই তাহলে সেটা পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’ বর্তমানে বাংলাদেশ দল বেশ ভাল ক্রিকেট খেলছে। দারুণ নৈপুণ্য দেখান ছাড়া ছিটকে যেতেই হবে। আর একবার দলের বাইরে গেলে আবার ফিরে আসাটা বেশ কঠিন। কিন্তু বাদ পড়ার পর মাঠের বাইরে বসে দলের খেলা দেখাটা কষ্টকর অনুভূতি। যদিও এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন রুবেল। এ বিষয়ে তিনি বলেন, ‘খারাপ তো অবশ্যই লাগবে, আমি অনেকদিন ধরে জাতীয় দলে আছি, মাঝে কিছুদিন ছিলাম না। জাতীয় দলের বাইরে থেকে খেলা দেখা আসলে খুবই কষ্টদায়ক। কিন্তু ক্রিকেটে এটার ক্ষেত্রে কিছুই করার নেই। সব খেলোয়াড়েরই এমনটা হবেই। আসলে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাকে আবার ভাল বোলিং করতে হবে। ভাল বোলিং করেই আমাকে জাতীয় দলে জায়গা করে নিতে হবে।’ বিসিএলে আর যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবেন নিজেকে ভালভাবে মেলে ধরতে চান রুবেল। জাতীয় দলের সঙ্গে যেতে চান শ্রীলঙ্কা সফরে। সেদিকেই মনোযোগ তার।
×