ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হংকংকে হারিয়ে স্বাগতিক বাংলাদেশের শুভসূচনা

প্রকাশিত: ০৬:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

হংকংকে হারিয়ে  স্বাগতিক বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে রোল বল বিশ্বকাপের চতুর্থ আসর। উদ্বোধনী দিনে হংকংকে ১৯-১ গোলে শোচনীয়ভাবে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ভেন্যু খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি পৌনে ৩ ঘণ্টা দেরিতে শুরু হয়। পাঁচ মিনিট বিরতি দিয়ে দুই অর্ধে খেলা হয় ১৫ মিনিট করে। বাংলাদেশ প্রথমার্ধে ৭-১ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের বড় জয়ে প্রধান ভূমিকায় ছিলেন এ্যাটাকার দ্বীন হাসান হৃদয়। তিনি একাই করেন ১১ গোল। বাংলাদেশ শনিবার দ্বিতীয় ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। এরআগে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে বাংলাদেশসহ ৪০ দেশ অংশ নিচ্ছে, যা এ যাবতকালের সর্ববৃহৎ আসর। এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। এর আগে এত সংখ্যক দেশের অংশগ্রহণে কোন খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসেনি বাংলাদেশে। পুরুষ ও মহিলা দল মিলিয়ে প্রায় ৬০০ খেলোয়াড় এ আসরে অংশ নিচ্ছে। এরমধ্যে মহিলা দল রয়েছে ২৭টি ও পুরুষ দল ৩৯টি। একমাত্র সেøাভানিয়াই কেবল মহিলা বিভাগে অংশ নিচ্ছে। বাকি সবগুলো দেশেরই পুরুষ ও মহিলা দল রয়েছে। অংশগ্রহণকারী দেশের মধ্যে এশিয়ার ১৭, আফ্রিকার ১১, ইউরোপের ৮, দক্ষিণ আমেরিকার ৩ ও অস্ট্রেলিয়ার একটি দেশ অংশ নিচ্ছে।
×