ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল রিয়েলিটির বছর

প্রকাশিত: ০৬:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ভার্চুয়াল রিয়েলিটির বছর

২০১৭ সালকে বলা হয়েছে ‘ভার্চুয়াল রিয়েলিটির বছর।’ কিন্তু সেটা আমাদের দৈনন্দিন জীবনে সত্যিকারের কি অর্থ বহন করে? অনেক কিছুই করে। শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু লোকদের সাহায্য করা থেকে শুরু করে যুদ্ধ এলাকায় সার্জনদের ট্রেনিং দেয়া পর্যন্ত অনেক কিছুই ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা সম্ভব। সামরিক বাহিনী বাস্তব জগতের যুদ্ধের প্রতিরূপ পরিবেশ সৃষ্টি করে রিক্রুটদের ট্রেনিং দেয়ার কাজে ভার্চুয়াল রিয়েলিটিকে ব্যবহার করছে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বব স্টোন বলেন, ‘ভার্চুয়াল রিয়েলিটির খরচ প্রায় ৯০ শতাংশ কম এবং প্রচলিত ট্রেনিং ব্যবস্থার তুলনায় নিরাপধ। বোমা নিষ্ক্রিয়করণের সিমিউলেশন হচ্ছে একটি দৃষ্টান্ত যা সামরিক বাহিনী গ্রহণ করেছে। এক্ষেত্রে সিমিউলেটর ব্যবহার করা হয়। জটিল ধরনের রোবোট ব্যবহার করা হয় যা নিজ নিজ দায়িত্ব নিরাপদে ও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারে। সামরিক বাহিনী মেডিকদের এবং ড্রোন ও ফাইটার পাইলটদের ট্রেনিং দেয়ার কাজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারে। তারা সাধারণ টেবিলের ওপর কৌশলগত উদ্দেশে ভার্চুয়াল ম্যাপ সুপার ইমপোজও করতে পারে। সূত্র : বিবিসি
×