ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইফোন এখনও মানুষের পছন্দ

প্রকাশিত: ০৬:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

আইফোন এখনও  মানুষের পছন্দ

আইফোনের জনপ্রিয়তা নিয়ে কারোর যদি সন্দেহ থেকে থাকে তবে তা দূর করতে হবে। মানুষ এখনও আইফোন পছন্দ করে। এ্যাপল চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ৭ কোটি ৮২ লাখ আইফোন বিক্রি করেছে। কোম্পানির ইতিহাসে যে কোন একক প্রান্তিকের জন্য এটা একটা রেকর্ড। কিছু কিছু বিশ্লেষক আইফোনের টিকে থাকার ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছিল। কিন্তু সেই সন্দেহ অমূলক প্রমাণিত হয়েছে। এ্যাপল তিন প্রান্তিকের মধ্যে প্রথমবারের মতো প্রবৃদ্ধিতে ফিরে আসে যদিও তার মুনাফা গত বছরের একই সময় থেকে ২.৬ শতাংশ হ্রাস পায়। এ্যাপল ৭৮৪০ কোটি ডলারের আয় করে আগের রেকর্ড ভঙ্গ করেছে। এ্যাপলের আয় ও মুনাফা দুটোই বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এ্যাপলের প্রধান নির্বাহী টিম বুক বলেন, ‘আমরা এ কথা জানাতে শিহরণবোধ করছি যে হলিডে প্রান্তিকে এ্যাপলের আয় এ যাবতকালে কোম্পানির সর্বোচ্চ প্রান্তিক আয় এবং এর মধ্য দিয়ে একাধিক পুরনো রেকর্ড ভঙ্গ হয়েছে। আমরা আগের যে কোন সময়ের চেয়ে বেশি আইফোন বিক্রি করেছি এবং আইফোন, সার্ভিসেস, ম্যাক ও এ্যাপল ওয়াচের আয়ের সর্বকালের রেকর্ড স্থাপন করেছি। এ্যাপলের রেকর্ড রাজস্বের পেছনে মূল শক্তি ছিল আইফোন। প্রথম প্রান্তিকে এ্যাপলের আয়ের ৬৯ শতাংশই এসেছিল স্মার্টফোন বিক্রি থেকে। গত বছরের একই সময়ের তুলনায় এই বিক্রি বেড়েছে ৫ শতাংশ। ক্রেতারা এখনও আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস কিনতে আসছে যদিও এ্যাপল এই ফোন লাইনে উল্লেখযোগ্য কোন আপডেট দিতে পারেনি যেমনটি আশা করেছিলেন অনেকে। তবে এ বছর আইফোনে দশম বার্ষিকী উপলক্ষে এ্যাপল একটা বড় ধরনের আপগ্রেড ছাড়বে বলে আশা করা যাচ্ছে। ভাল রিভিউয়ের বদৌলতে এবং সম্ভবত চিরপ্রতিদ্বন্দ্বী। স্যামসাংয়ের সমস্যার সুযোগ নিয়ে এ্যাপল বিগত হলিডে মৌসুমে স্মার্টফোনের বাজারে তার আইফোন ৭ নিয়ে শীর্ষে থাকতে পেরেছে বলে গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এ্যানালাইটিক্স মনে করে। তার পরও আইফোনের জন্য পূর্বাভাসটা পুরোপুরি উজ্জ্বল নয়Ñ অন্তত এন্ড্রয়েড ডিভাইসগুলোর সঙ্গে প্রতিযোগিতার বিচারে। আরেক গবেষণা প্রতিষ্ঠান ইমাকেটার আশা করে যে যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের বাজারের ওপর এ্যাপলের দখল ২০১৭ সালে প্রায় একই রকম থাকবে। এন্ড্রয়েড ফোনগুলোর বাজারের ভাগ যেখানে ৫২.২ শতাংশ সেখানে এ্যাপলের ভাগ থাকবে ৪৩.৭ শতাংশ। তবে কোম্পানি আশা করে যে ২০১৯ সাল পর্যন্ত এন্ড্রয়েড প্রধান প্লাটফর্ম হয়ে থাকবে। কুকের বক্তব্য মতো গত প্রান্তিক ছিল এ্যাপল হার্ডওয়্যারের জন্য উত্তম। তবে আইপ্যাডের বিক্রি কমে গেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় কমেছে ২২ শতাংশ। এ্যাপলের সার্ভিস ব্যবসাÑ যার মধ্যে রয়েছে এ্যাপ স্টোর ও আইটিউন স্টোর, এর আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কুক মনে করেন সার্ভিস ব্যবসা আগামী চার বছরে দ্বিগুণ আকার ধারণ করবে। মূল : হেইলী সুকায়ামা ॥ অনুবাদ : এনামুল হক সূত্র : ওয়াশিংটন পোস্ট
×