ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুলিশী অভিযানে ধরা পড়েছে শ্বশুর-শাশুড়ি ও জামাতার সমন্বয়ে গড়া ইয়াবা সিন্ডিকেট। পুলিশী অভিযানে গ্রেফতার হয়েছে ৪ জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। শুক্রবার সকালে বায়েজীদ থানার চক্রেশো কানন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গ্রেফতার ৪ জন হলেনÑ হাসান আলী, তার স্ত্রী রোকেয়া বেগম, জামাতা রহিম এবং তার মা আনোয়ারা বেগম। ফতুল্লায় সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ॥ ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি পক্ষ অপর পক্ষের ওপর ককটেল হামলা চালিয়েছে। একটি পক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টায়। জানা গেছে, ফতুল্লার পাগলার রসুলবাগ এলাকাটি ঢাকা ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী এলাকায়। রসুলবাগ এলাকায় কদমতলীর মাদক বিক্রেতা ইমরান ও বিল্লাল বাহিনী মাদক বিক্রি করে আসছিল। স্থানীয় দীন ইসলাম বাহিনী তাদের মাদক বিক্রিতে বাধা দেয়। গত ক’দিন আগে দীন ইসলামের নেতৃত্বে ইমরান ও বিল্লাল বাহিনীর বিরুদ্ধে মাদকবিরোধী মিছিল বের করা হয়। এতে তারা দীন ইসলাম বাহিনীর ওপর ক্ষুব্ধ হয়। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে। এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে শেখ আব্দুস ছাত্তার (৫৫) মৃত্যুবরণ করেন। ভাইয়ের মৃত্যু খবর শুনে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামে বসবাসরত আব্দুস সাত্তারের বড় ভাই সাবেক ইউপি সদস্য শেখ মোজাফফর হোসেন (৬৫) হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন। দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ছাড়লেও কোস্টগার্ড ছাড়েনি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৭ ফেব্রুয়ারি ॥ ১৪ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ পুলিশ থানা পর্যন্ত নিয়ে ছেড়ে দিলেও অবশেষে কোস্টগার্ড সদস্যরা বাধ্য হয়ে ফের তা জব্দ করেছে। এ সময় ওই ট্রাক থেকে ১৩ জনকে আটক করা হয়। এরপরও জব্দকৃত মাছ ছাড়িয়ে নিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে নানা নাটকিয়তা। এরপর ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম আটককৃত ১৩ জনকে জরিমানা ও ট্রাক জব্দ করেন। অভিযোগ উঠেছে, অবৈধ এই মাছের চালান পুলিশ আটক করলেও ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাবশালী মাছের মালিকরা এক ট্রাক মাছ ছাড়িয়ে নেয়। কিন্তু কোস্টগার্ডের তৎপরতায় তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আট দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৭ ফেব্রুয়ারি ॥ পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের যাত্রাবাড়ি বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকা-ে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ লাখ টাকা। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে ওই বাজারের মাদ্রাসা মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী সুলতান মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা চার পাশে ছড়িয়ে পড়ে। এতে কম্পিউটারের দোকান, মুদি দোকান, মেশিনারি যন্ত্রাংশের দোকান, টিনের দোকান ও কাপড়ের দোকানসহ মোট ৮টি দোকান ঘরসহ সব মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ঘণ্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ৬-৭ জন আহত হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ডলুরা সীমান্তে আরও একটি স্টেশন চালু নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার নারায়নতলা সীমান্ত এলাকায় ডলুরা শুল্ক স্টেশন চালু উদ্যোগ নেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই নতুন শুল্ক স্টেশনটি চালু হবে বলে দু’দেশের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় জানানো হয়। এ বিষয়ে ডলুরা এলাকায় শুক্রবার বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা মতবিনিময় করেছেন। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন। সকাল ১১টায় দুই দেশের ব্যবসায়ীরা ডলুরা এলাকা পরিদর্শন শেষে মতবিনিমিয় সভা করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
×