ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে পুলিশের মামলায় ১৫শ’ আসামি

প্রকাশিত: ০৬:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালে পুলিশের  মামলায় ১৫শ’  আসামি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে বিসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে কাউনিয়া থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সরকারী কাজে বাধাপ্রদানসহ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি মামলায় ২৬ জনের নামোল্লেখ করে ১৪ থেকে ১৫শ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া হাউজিং ও বিসিকসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্থানীয় দখলদাররা তাতে বাধা প্রদান করে। এ সময় স্থানীয়রা সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরও হামলা চালায় স্থানীয়রা। পরে লাঠিচার্জ ও ১৪৩ রাউন্ড ফাকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আব্দুল খালেক, দেলোয়ার হোসেন, অহিদুল হক, শাহ্ আলম, শহিদুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পুরো ঘটনায় আট পুলিশ সদস্য, বিসিসির সাত কর্মীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
×