ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক এসপির বিরুদ্ধে দারোগা হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

সাবেক এসপির বিরুদ্ধে দারোগা হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৭ ফেব্রুয়ারি ॥ সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে এসআই আকরাম হোসেন হত্যার অভিযোগ এনে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। ‘স্ত্রী বনানী বসির বন্নির সঙ্গে পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে এসআই আকরাম হোসেনকে হত্যা করা হয়’। শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত এসআই আকরাম হোসেনের বোন জান্নাতারা পারভীন রিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নিহত এসআই আকরাম হোসেনের পাঁচ বোনই উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নিহত এসআই আকরাম হোসেনের বোন জান্নাতারা পারভীন রিনি বলেন, তারা পাঁচ বোন এক ভাই। ভাই আকরাম হোসেনের বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান হয়। রিনি অভিযোগ করেন, বিয়ের আগে থেকেই বন্নির সঙ্গে সাবেক এসপি বাবুল আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর তা আমরা জানতে পারি। যখন বন্নির বাবা ও বাবুল আক্তারের বাবা খুলনার একই জেলায় চাকরি করতেন তখর তারা পাশাপাশি বাসায় থাকতেন। তখন থেকেই দুই পরিবারের মধ্যে খুব সম্পর্ক ছিল, এখনও আছে। বন্নি বাবুল আক্তারের সঙ্গে মোবাইল ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন। এ বিষয়টি জানাজানি হওয়ার পর আকরাম ও বন্নির মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। তারই জের ধরে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ঢাকা থেকে মোটরসাইকেলযোগে যমুনা সেতু হয়ে ঝিনাইদহে বাড়িতে আসার পথে শৈলকুপার বড়দাহ নামক স্থানে মহাসড়কে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে রক্তাক্ত ও মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ঝিনাইদহ ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৭ দিন পর ২০১৫ সালের ১৩ জানুয়ারি সে মারা যায়। এ ব্যাপারে তার স্ত্রী বন্নি ১৬ জানুয়ারি তারিখে শৈলকুপা থানায় অপমৃত্যু মামলা করেন। ৩ দিন পর ১৯ জানুয়ারি ঝিনাইদহ আদালতে ভাই হত্যার অভিযোগে আকরাম হোসেনের বোন জান্নাতারা পারভীন রিনি মামলা করেন। এ মামলায় এসআই আকরামের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও এক নিকট আত্মীয়সহ চারজনকে আসামি করা হয়। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসআই আকরাম হত্যার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বোন রেহানা খাতুন, ফেরদৌস আরা, শাহনাজ পারভিন রিপা ও শামিমা নাসরিন মুক্তি উপস্থিত ছিলেন। নিহত এসআই আকরাম হোসেন ঝিনাইদহ শহরের হামদহ পূর্বপাড়ার আবুল হোসেনের ছেলে। ২০০১ সালে তিনি পুলিশের এসআই পদে চাকরিতে যোগদান করেন। ২০০৬ সালের ১৩ জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার মগরখালী গ্রামের বসির উদ্দিন বাদশার মেয়ে বনানী বসির বন্নির সঙ্গে বিয়ে হয়।
×