ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

পাঁচ বসতঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্পে অগ্নিকা- হয়েছে। এতে একটি বসতঘর পুড়ে গেছে। তবে ঘটনায় কোন হতাহত হয়নি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাহাবুদ্দিনের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হলে একটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির পাশাপাশি থাকা কোস্টগার্ডের একটি দল ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে আসার আগেই আগুন নিভাতে সক্ষম হয়েছে। বাড়ির মালিক মোঃ সাহাবুদ্দিন বলেন, যে কেউ হোক শত্রুতা করে আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এইটা কোনক্রমেই ইলেকট্রিক বা শর্টসার্কিটের আগুন হতে পারে না। অন্যদিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানাধীন দরজারপাড় নয়াকান্দি গ্রামে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে হানিফ দেওয়ানের বাড়িতে চারটি বসতঘর এবং ২২ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৪ লাখ টাকাসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাগলা কুকুরের কামড়ে আহত ১৫ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত শুভ রাজবংশী (৮), সাদিয়া আক্তার (৭), বিথি আক্তার (৮), শচীন্দ্র ম-ল (৬০), মাহিন (১০), বিকাশ (১১), ইয়ামীনকে (৩৮) ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, আহত অনেক রোগীই স্বাস্থ্যকেন্দ্রে এসেছিল। কিন্তু প্রয়োজনীয় ভেকসিন না থাকায় তাদের চিকিৎসা দেয়া যায়নি। তবে সকলকে ঢাকায় মহাখালী হাসপাতালে গিয়ে এ ভেকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তক্ষকসহ আটক চার সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৭ ফেব্রুয়ারি ॥ পাথরঘাটার নাচনাপাড়া থেকে ৪টি তক্ষকসহ চারজনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সালে ৩টায় নাচনাপারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সালমা জাহান বিউটির স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেনÑ নাচনাপাড়া ইউনিয়নের হারুন আর রশিদ (৫২), হরিচরণ হাওলাদারের ছেলে কমল (৪০), চরদুয়ানি ইউনিয়নের রাশেদ আকনের ছেলে হাসান আকন (৪০) ও ক্রেতা বরগুনার বাসিন্দা আবদুল লতিফ (৫০)। ৮ মাদকসেবীর দ- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ ফেব্রুয়ারি ॥ দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে ৬ মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ এ আদেশ দেয়। র‌্যাব-৫ জানান, সদর উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবন করার সময় মাদকসহ ৮ সেবনকারীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম করাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। মির্জাপুরে সুতা কারখানায় অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে ইভিট্রেক্স পলিকন নামে একটি সুতা কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। কারখানাটির প্রায় অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা হবে বলে কারখানার জেনারেল ম্যানেজার মেজর (অব) এ কে এম আজাদ জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কারখানাটির গুদাম থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। পরে তা কারখানায় চারদিকে ছড়িয়ে পড়ে। মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান জানান, অগ্নিকা-ের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ড্রাম্পিং করার পর অগ্নিকা-ের কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
×