ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডের কুমিরায় বিদ্যুতের অবৈধ ব্যবহার

প্রকাশিত: ০৬:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

সীতাকুণ্ডের কুমিরায় বিদ্যুতের অবৈধ ব্যবহার

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ কুমিরা ইন্ডাস্ট্রিয়াল জোনে বিদ্যুত বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশের কারণে অবৈধ ব্যবহার চলছে যত্রতত্র। বড় কুমিরার ঘাটঘর সড়কের দু’পাশেই রাইস মিলে সংযোগ নিয়ে ঝুঁকিপূর্ণ রিক্সার ব্যাটারিতে চার্জ দেয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও পরক্ষণে আবারও সংযোগ দিচ্ছে বিদ্যুত বিভাগ। অসাধু রিক্সা গ্যারেজ মালিকরা বিদ্যুত বিভাগের সঙ্গে মাসোয়ারার ভিত্তিতে সংযোগ অব্যাহত রেখে ক্ষতি করছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, চট্টগ্রামের সিটি গেট থেকে কুমিরা পর্যন্ত কমপক্ষে অর্ধশত ছোট বড় শিল্প কারখানা রয়েছে। বৃহদায়তন শিল্প কারখানার মধ্যে রি রোলিং মিল, সিমেন্ট কারখানা ও স্টিল সিট নির্মাণ কারখানা যেমন রয়েছে, তেমনি ক্ষুদ্র প্রতিষ্ঠানের মধ্যে রাইস মিল, স মিল ও ময়দার মিলসহ বিভিন্ন ধরনের শিল্প রয়েছে। সীতাকু- বিদ্যুত বিভাগ ও ফৌজদারহাট বিদ্যুত বিভাগের পক্ষ থেকে এসব এলাকায় বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মাস শেষে আবাসিক ঘরগুলোতে বিদুতের ব্যবহার না থাকলেও গ্রাহককে অতিরিক্ত বিল ধরিয়ে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অপরদিকে, শিল্প কারখানাগুলোতে অতিরিক্ত বিদ্যুত ব্যবহার হলেও সে ক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুরচুরি। এ ব্যাপারে সীতাকু- উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাইস মিলের নামে বিদ্যুত ব্যবহার হচ্ছে রিক্সার গ্যারেজে। প্রতিদিন তিন দফায় চার্জ দেয়া হয় ব্যাটারিতে। প্রতিবারই চার্জে নেয়া হচ্ছে অর্ধশত টাকা। সরকার ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে নজরদারি না রাখায় এ ধরনের ঘটনা ঘটছে। সামান্য একটু জায়গার মধ্যেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যাটারিতে চার্জ দেয়া হচ্ছে। যে কোন সময় জীবনহানি ঘটতে পারে।
×