ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে বরগুনার অভ্যন্তরীণ রুটের যাত্রীরা

প্রকাশিত: ০৬:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে  বরগুনার অভ্যন্তরীণ  রুটের যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৭ ফেব্রুয়ারি ॥ বরগুনা, পটুয়াখালী ও বরিশাল বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে বরগুনায় সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটের সকল বাস ও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। বাস শ্রমিকদের মুক্তি না দেয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলে দাবি বাস মালিক শ্রমিকদের। শুক্রবার মহাসড়কে থ্রিহুইলার বন্ধ ও বাস শ্রমিকদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ভোগান্তিতে পড়া এক যাত্রী ইমরান হোসেন টিটু বলেন, বাস চলাচল না করায় গন্তব্যে পৌঁছাতে পারছেন না তিনি। আবার অনেক সরকারী চাকরিজীবীরা পৌঁছাতে পারছেন না তাদের কর্মস্থলে। তাই যাত্রীদের ভোগান্তি কমাতে অবরোধ প্রত্যাহারের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তিনি। বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, মহাসড়কে সরকারী আইন প্রয়োগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন শাবু বলেন, পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ১৭ জন শ্রমিকের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে।
×