ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপজেলা গঠনের এক বছরেও শিক্ষা কর্মকর্তার পদ সৃষ্টি হয়নি

প্রকাশিত: ০৬:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

উপজেলা গঠনের এক বছরেও শিক্ষা  কর্মকর্তার পদ সৃষ্টি হয়নি

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ জলা গঠনের এক বছরেও শিক্ষা কর্মকর্তার কোন পদ সৃষ্টি হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও এক বছরের বেশি সময়েও এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা দুর্ভোগের শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের দাফতরিক কাজের জন্য এখনও ছুটে যেতে হচ্ছে অন্য উপজেলায়। জানা যায়, বালাগঞ্জ উপজেলাধীন আটটি ইউপি নিয়ে গঠিত ওসমানীনগর থানাকে উপজেলা ঘোষণা করার পর ২০১৫ সালের জুলাই মাসে এর দাফতরিক কার্যক্রম শুরু হয়। একই বছরের আগস্টে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনকে ওসমানীনগরে সংযুক্তি প্রদান করা হয়। কিন্তু পদ সৃষ্টি না হওয়ায় তিনি সংশ্লিষ্ট দফতরের কোন কাজ করতে পারছেন না। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী জানান, উপজেলায় একজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকলেও পদ সৃষ্টি না হওয়ায় প্রশাসনিক কোন ক্ষমতা নেই তার। মাধ্যমিকের কোন কর্মকর্তা বা দফতরও নেই। দীর্ঘদিনেও কার্যত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে এলাকাবাসী জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
×