ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে আজ আ’লীগের বিভাগীয় সমাবেশ

প্রকাশিত: ০৬:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীতে আজ আ’লীগের বিভাগীয়  সমাবেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলের ৮ জেলার নেতাকর্মীদের নিয়ে রাজশাহীতে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের বিভাগীয় কর্মিসমাবেশ। এ সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে রাজশাহী অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় এ কর্মিসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী আওয়ামী লীগ। ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, কর্মিসমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার ৩০ হাজারের বেশী নেতাকর্মী উপস্থিত থাকবেন। এ কর্মিসমাবেশ দলকে শক্তিশালী ও নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এ কর্মিসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই মধ্যে শুক্রবার রাজশাহী পৌচ্ছেন প্রধান অতিথি ওবায়দুল কাদের। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সমাবেশে সভাপতিত্ব করবেন। এছাড়া সমাবেশ পরিচালনা করবেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। রাজশাহী অঞ্চলের বিভিন্ন আসনের দলীয় এমপি ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, বিভাগীয় এ কর্মিসমাবেশ ঘিরে সব আয়োজন সম্পন্ন হয়েছে। রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহানগর ও জেলার সমন্বয় সভা করা হয়েছে কয়েকবার। নগরীর সাংগঠনিক ৩৭টি ওয়ার্ড ও ৫টি থানার নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। থানা ও ওয়ার্ডের নেতারা তাদের আওতাধীন নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন। সমাবেশ সফল করতে তৃণমূলের কর্মীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সকল পর্যায়ের নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেবেন বলে জানান তিনি।
×