ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কংক্রিটের আস্তরণে ঢাকা পড়ছে ঢাবির সবুজ চত্বর

প্রকাশিত: ০৬:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কংক্রিটের আস্তরণে ঢাকা পড়ছে ঢাবির সবুজ চত্বর

স্টাফ রিপোর্টার ॥ সৌন্দর্যবর্ধনের তোড়জোড়ে কংক্রিটের আস্তরণে ঢাকা পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের সবুজ চত্বর। এতে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মতামত ছাড়াই স্বেচ্ছাচারভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কর্মকা- পরিচালনা করছে বলে অভিযোগ তাদের। তবে উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার মুখেই কাজ শুরু করা হয়েছে। ইট-পাথরের রাজধানীতে একখ- সবুজের নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’। ব্যস্ত নাগরিক জীবনে তাই একটুখানি সুযোগ মিললেই এখানেই ছুটে আসেন নগরবাসীর অনেকে। সবুজ সান্নিধ্যে খুঁজে পান প্রশান্তির ছায়া। কোটি প্রাণের প্রিয় সেই ক্যাম্পাস এখন ক্রমেই ঢাকা পড়ছে কংক্রিটের আস্তরণে। সবুজ উপড়ে ফেলে বসানো হচ্ছে ইট। কোথাওবা মাথা তুলে দাঁড়াচ্ছে কৃত্রিম ফোয়ারা। বেসরকারী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের টাকায় চলা এ নির্মাণকাজের সাইনবোর্ডে সৌন্দর্যবর্ধনের কথা বলা হলেও এতে উল্টো সৌন্দর্যহানি হচ্ছে বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, প্রথম যেদিন দেখা গেলো কাজটা এভাবে হচ্ছে তাতে পছন্দ হয়নি। সবুজ চত্বরটা অনেক আরামদায়ক ছিল। তারা আরও বলেন, এখানে নতুন নতুন গবেষণা হচ্ছে না, জার্নাল বের হচ্ছে না। সেগুলোর দিকে প্রশাসনের নজর নেই। শুধু ইট দিয়ে উন্নয়ন দেখানো হচ্ছে। তবে উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের চাওয়ার মুখে তাদের সুবিধার্থেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে সবুজের কোন ক্ষতি হবে না বলেও দাবি তার। উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বরে বসার সুযোগ নেই। কিন্তু কোনভাবেই সবুজের সমারোহ নষ্ট করে স্থাপনা তৈরি না করার নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই শিক্ষক-শিক্ষার্থীদের মতামত নেয়া উচিত বলে মনে করেন পরিবেশ কর্মীরা। তারা বলেন, অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা না করে সবার মতামত নিয়ে সবুজবান্ধন একটি মহাপরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন পরিবেশ কর্মীরা।
×