ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে আজীবন সম্মাননা পেলেন এইচ আর অনিক

প্রকাশিত: ০৬:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ভারতে আজীবন সম্মাননা পেলেন এইচ আর অনিক

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের গণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় ‘অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশন’ এই বছরও আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করে। আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশের চন্দ্রকলা থিয়েটার ‘স্বপ্নের তরী’ এবং ‘তন্ত্র মন্ত্র’ নাটক দুটি মঞ্চস্থ করে। দুটি নাটকেরই রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। গত ৬ বছর ধরে এ আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিচ্ছে চন্দ্রকলা থিয়েটার। নাটক রচনা ও নির্দেশনা এবং সংস্কৃতিতে অবদানের জন্য গত বছর ৩০ জানুয়ারি ‘অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশন’ এবং ভারতের (ইউপি) এর মেয়র ড. আইএস টোমার এইচ আর অনিককে আজীবন সম্মাননা প্রদান করে। ভারতের গণমাধ্যম কর্মী, এমপি, পুলিশ সুপার এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ভারতের ১২তম এই আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশ থেকে চন্দ্রকলা থিয়েটারসহ স্লোভাকিয়া, ইরান, ইংল্যান্ড অংশ নেয়। এ প্রসঙ্গে এইচ আর অনিক বলেন এই আজীবন সম্মাননা পাওয়ার পর আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি চেষ্টা করব আমার কাজের মাধ্যমে দেশের সম্মান বয়ে আনা। ইতোমধ্যে চন্দ্রকলা থিয়েটার ১২ বছরে পদার্পণ করেছে। চন্দ্রকলা থিয়েটার নিয়ে আমার স্বপ্ন সঠিক সংস্কৃতি পথে অনেক দূর যাওয়া।
×