ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘দোস্ত-দুশমন’ চলচ্চিত্রের গানের রেকর্ডিং

প্রকাশিত: ০৬:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

‘দোস্ত-দুশমন’ চলচ্চিত্রের গানের রেকর্ডিং

স্টাফ রিপোর্টার ॥ বি কে আজাদের পরিচালনায় তরুণ অভিনেতা জয় চৌধুরী অভিনীত ‘দোস্ত-দুশমন’ চলচ্চিত্রের শূটিং অচিরেই শুরু হতে যাচ্ছে। সুদীপ কুমার দীপের লেখা এবং আলী আকরাম শুভর সুর ও সঙ্গীত পরিচালনায় সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ‘বোঝে নারে মন’ শিরোনামে গান রেকর্ডিংয়ের মাধ্যমে চলচ্চিত্রের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এই গানে আরও কণ্ঠ দেবেন ভারতের মোনালী ঠাকুর। চলচ্চিত্রটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে চলচ্চিত্রের অন্যতম অভিনেতা জয় চৌধুরী জানান, গানের রেকর্ডিংয়ের মাধ্যমে ‘দোস্ত-দুশমন’ চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছে। এ গানটি গেয়েছেন আসিফ আকবর ও মোনালি ঠাকুর। হিন্দী চলচ্চিত্র ‘শোলে’ অনুরকরণে ১৯৭৭ সালে ‘দোস্ত-দুশমন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন দেওয়ান নজরুল। এবার নাম ঠিক রেখে গল্পের পরিবর্তন করে এ চলচ্চিত্রটি আবার নির্মাণ করা হচ্ছে। চলচ্চিত্রের জন্য নতুন করে গল্প লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। সঙ্গীত পরিচালনায় আলী আকরাম শুভ ও ভারতে বাপ্পী লাহিড়ী। জয় চৌধুরী আরও জানান, ‘দোস্ত-দুশম’ চলচ্চিত্রে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা অভিনয় করবেন। চলচ্চিত্রে জয়ের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের রোমানা নীড়। আরও অভিনয় করবেন বিজয় খান অমিত হাসান, কমল পাটকের চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে ভারত থেকে চুক্তিবদ্ধ হয়েছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত রনি। এছাড়াও ‘দোস্ত-দুশমন’ চলচ্চিত্রে পাঁচটি গান থাকবে। যেগুলো গাইবেন বাংলাদেশের জেমস, আসিফ আকবর, এসআই টুটুল, ভারতের অলকা ইয়াগনিক, শান, মোনালী ঠাকুর, নেহা কাক্কার ও নাজাশ আজিজ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে ‘দোস্ত-দুশমন’ চলচ্চিত্রের শূটিং হবে।
×