ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মৌসুমী

প্রকাশিত: ০৬:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযুদ্ধের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মৌসুমী

স্টাফ রিপোর্টার ॥ স্বামী ওমর সানীর এবার চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি প্রার্থী। তাই সাম্প্রতিক সময়ে সানীর পক্ষে বিএফডিসিসহ বিভিন্ন শূটিং স্পটে গিয়ে ভোট প্রার্থনা করছেন মৌসুমী। প্রায় সবখানেই সরব দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। চলচ্চিত্রে নিয়মিত হওয়ার চেয়ে মাঝে মধ্যে নাটক টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করছেন। মোটের ওপর ভাল কাজ হলে না করেন না মৌসুমী। এই ভাল কাজের ধারাবাহিকতায় সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী। চলচ্চিত্রের নাম ‘সুজয়ের চিঠি’। রাহাত চৌধুরীর গল্প ও চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা। চলচ্চিত্রে মৌসুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন রাশেদ ভূইয়া, মুশফিকা রহমানসহ আরও অনেকে। চলচ্চিত্রটি গত মাসে আইডিয়া বক্স ডট টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর প্রশংসিত হয়েছে। চলচ্চিত্র প্রসঙ্গে মৌসুমী বলেছিলেন এক কথায় দারুণ একটি গল্প। দর্শকদের হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগাতে সাহায্য করবে। অল্প সময়ের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের কিছু দিক তুলে ধরা হয়েছে। ইউটিউবে দেখা যায় মুক্তিযুদ্ধকালীন একজোড়া কপোত-কপোতীর পাওয়া না পাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে। রোমান্টিক আবহ ফুটিয়ে তুলতে অভিনেত্রী মৌসুমীর জুড়ি নেই। বরাবরের মতো বেশ ভাল অভিনয় করেছেন তিনি। তবে বয়স্ক চরিত্রে মৌসুমীর গেটআপ ও মেকআপের বিষয়ে আরও একটু সচেতনতার প্রয়োজন ছিল।
×