ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই বছরের মধ্যে ফিরিয়ে আনা হচ্ছে বিলুপ্ত লোমশ ম্যামথ

প্রকাশিত: ০৬:১০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

দুই বছরের মধ্যে ফিরিয়ে আনা  হচ্ছে বিলুপ্ত লোমশ ম্যামথ

দুই বছরের মধ্যে বিলুপ্ত লোমশ হাতি বা ম্যামথ ফিরিয়ে আনা যেতে পারে। একটি যুগান্তকারী পুনরুত্থান প্রকল্পের সাফল্যেরভিত্তিতে হার্ভার্ডের বিজ্ঞানীরা এ কথা বলেন। খবর টেলিগ্রাফ ও নিউইয়র্ক পোস্টের। বিজ্ঞানীরা হাতির জিনের সঙ্গে বহু বছর আগে মৃত স্তন্যপায়ী প্রাণী ম্যামথের জিন সংযুক্ত করে সফল হওয়ার পর সাড়ে চার হাজার বছরের মধ্যে এই প্রথমবারের মতো পৃথিবীতে বিচরণ করতে পারে এই দৈত্যাকৃতির প্রাগৈতিহাসিক প্রাণী। প্রকল্প শুরু হওয়ার পর এখন পর্যন্ত তারা ডিএনএ’র ৪৫ বিভাগ সফলভাবে পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। ২০১৫ সাল থেকে তারা এই প্রকল্প শুরু করেন। হার্ভার্ড বিজ্ঞানীরা দাবি করেন, তারা দুই বছরের মধ্যে একটি হাইব্রিড ভ্রƒণ তৈরি করবেন, যা ওই লোমশ প্রাণী বা ম্যামথের সব বৈশিষ্ট্য সম্পন্ন হবে। বিশ্বখ্যাত জিনবিজ্ঞানী প্রফেসর জর্জ চার্চ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার দল গত দুই বছর ধরে লোমশ হাতি বা ম্যামথ ডিএনএ ব্লু প্রিন্টের ওপর কাজ করছেন। তারা ম্যামথ থেকে ডিএনএ ব্যবহার করছেন। এই ডিএনএ তুষারাবৃত আর্কটিক সাগরের তলদেশে সংরক্ষিত ছিল। এই জিন এখনকার হাতি থেকে একেবারেই আলাদা। এই হাতির দেহ থাকবে বড় চুল দিয়ে আবৃত, ত্বকের নিচে থাকবে চর্বির পুরু স্তর, বড় কান এবং থাকবে জমাটরোধী রক্ত। ম্যামথের জিন একটি সাধারণ হাতির ভ্রƒণের জিনোমে সংযুক্ত করা হবে। যা একটি ম্যামথের মতো আকার ধারণ করবে। জর্জ চার্চের দল মনে করেন তারা একটি ম্যামথ হাতিকে জন্ম দিতে পারবেন। ইতোমধ্যে ল্যাব টেস্টে দেখানো হয়েছে যে, কোষ স্বাভাবিকভাবে ম্যামথ ও হাতির ডিএনএ’র সঙ্গে কাজ করছে এবং ভাড়াটে মা হিসেবে একটি মাদি হাতি সংগ্রহ করে একটি কৃত্রিম গর্ভের মধ্যে ম্যামথের ভ্রƒণ দিয়ে তা থেকে নতুন ম্যামথ জন্মানোর জন্য বিজ্ঞানীরা উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করছেন। হার্ভার্ড উলি ম্যামথ রিভাইভাল দলের প্রধান প্রফেসর জর্জ চার্চ বলেন, আমরা ল্যাবে এই ভ্রƒণের উন্নতি ও কাঠামো স্থাপনের চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি হাইব্রিড হাতি অথবা ম্যামথের ভ্রƒণ উৎপাদন করা। আমরা এখনও এটা করছি। দু’এক বছরের মধ্যে এটা সম্পন্ন হতে পারে।
×