ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিন ইস্যু

দ্বি-রাষ্ট্র সমাধান থেকে সরে আসা কি ট্রাম্পের শেষ কথা?

প্রকাশিত: ০৬:১০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

দ্বি-রাষ্ট্র সমাধান থেকে সরে আসা কি ট্রাম্পের শেষ কথা?

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে বুধবার যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোরাজুরি করবেন না- তবে কি এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অনুসরণ করা আমেরিকান নীতির লঙ্ঘন করলেন? অথবা তিনি কি নতুন কোন সমাধান খুঁজে পেয়েছেন? এগুলো তার প্রথম কয়েক সপ্তাহের প্রেসিডেন্সির নিয়মবহির্ভূত কাজের মতোই প্রশ্নের জন্ম দিচ্ছে। ট্রাম্প কূটনীতিক পরিম-লে নতুন ধরনের রীতি-নীতি আনতে পেরে পুলোকিত। তার এসব ধারণা প্রতিষ্ঠিত নীতিকে চ্যালেঞ্জ করছে এবং পরীক্ষিত ধারণাগুলোকে অবজ্ঞা করছে। খবর নিউইয়র্ক টাইমসের। ট্রাম্প তার মিত্র ও শত্রুদের মধ্যে দ্বিধার জন্ম দিয়ে সাগ্রহে নিজেকে পেছন দিকে নিয়ে যাচ্ছেন এবং কিভাবে বিভিন্ন বিষয়ে মতপ্রদান করতে হয় সে সব বিষয়ে বিতর্ক বাড়িয়ে চলেছেন। নির্বাচনে জেতার পর ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র আর এক চীন নীতির প্রতি অবিচল থাকবে না। এ নীতিই গত ৪৪ বছর ধরে বেজিং-এর বামপন্থী সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ককে জোরালো করেছে। গত সপ্তাহে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে টেলিফোন করে যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার করেন। তবে শি ট্রাম্পের বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক ছিলেন না। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জড়িত অভিজ্ঞ বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তাও ওই পরিস্থিতির অনুরূপ হতে পারে। তারা বলেন, ট্রাম্প দ্রুতই আবিষ্কার করবেন যে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সেখানে ‘এক রাষ্ট্র্র ভিত্তিক সমাধানের বিষয়টি’ ফলপ্রসূ হবে না এবং এটা আদৌও কোন পক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প বলেন, “আমি এক রাষ্ট্রকেই পছন্দ করি, যা উভয় পক্ষই পছন্দ করে। আমি এক রাষ্ট্রের সঙ্গেই সুখী, যা উভয় পক্ষই পছন্দ করে।
×