ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহীদ জোহা দিবস আজ

প্রকাশিত: ০৬:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

শহীদ জোহা দিবস আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শহীদ ড. জোহা দিবস আজ শনিবার। ঊনসত্তরের গণঅভ্যুত্থান চলাকালে এই দিনে পাকসেনাদের গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার ড. মোহাম্মদ শামসুজ্জোহা। তিনিই এদেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বুদ্ধিজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দিনটি মহান শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি সারাদেশের মতো বিক্ষোভে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে মেইন গেট দিয়ে ক্যাম্পাসের বাইরে আসতে চাইলে বিক্ষোভে বাধা দেয় পাকিস্তানী সেনারা। তারা ছাত্রদের ওপর গুলি চালানোর প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর ড. শামসুজ্জোহা ছাত্রদের বাঁচাতে ছুটে যান। এ সময় পাক সেনারা তার বুকে গুলি চালায়। গুলিতে সেখানেই লুটিয়ে পড়েন এই মহান শিক্ষক। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন, আবাসিক হলসহ সকল ভবনে কালো পতাকা উত্তোলন। সকাল পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ জোহার কবর ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ। এর পর সকাল ৭টায় আবাসিক হলসমূহসহ বিভিন্ন পেশাজীবী সমিতি ও সংগঠনের পক্ষ থেকে শহীদ জোহার কবর ও স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ। সকাল সোয়া ৭টা ও সাড়ে ৭টায় যথাক্রমে রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলের প্রভাত ফেরি এবং শহীদ ড. জোহার কবর ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০ টায় রসায়ন বিভাগের আয়োজনে স্মারক বক্তৃতা সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। এতে বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক সনৎ কুমার সাহা। বিকেলে শহীদ শামসুজ্জোহা হলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন কর্মসূচী পালন করা হবে।
×