ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমির ব্যাংক

প্রকাশিত: ০৬:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কুমির ব্যাংক

ব্যাংক শব্দের সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। সাধারণত ব্যাংকে টাকা-পয়সা তোলা বা জমা রাখা হয়। এছাড়া আই ব্যাংক বা ব্ল্যাড ব্যাংকের কথাও আমরা সবাই জানি। তবে ইদানীং নতুন আরেক ধরনের ব্যাংকও আছে বলে জানা গেছে, আর তা হলো ক্রোক ব্যাংক। এখানে ক্রোকোডাইল (কুমির) শব্দটাই সংক্ষেপে হয়ে গেছে ক্রোক। চেন্নাইয়ে ৮ দশমিক ৮ একর জমির ওপর ২ হাজার সরীসৃপ নিয়ে গড়ে উঠেছে এই ক্রোক ব্যাংক। এখানে প্রায় ১৭ প্রজাতির কুমির আছে। নানা রকমের সরীসৃপের মধ্যে আছে গুঁইসাপ, সাপ, ইগুয়ানা, কোমোডো ড্রাগন, গিরগিটি। এটি সংক্ষেপে ‘ক্রোক ব্যাংক’ নামে পরিচিতি পেলেও এর পুরো নাম মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট। তবে চিড়িয়াখানার সঙ্গে এর পার্থক্য হলোÑ এটা শুধু দর্শকদের বিনোদনের জন্য তৈরি করা হয়নি। এর উদ্দেশ্য সরীসৃপ প্রাণী সংরক্ষণ ও পরিকল্পিত প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে প্রকৃতিতে ফিরিয়ে দেয়া। ১৯৭৬ সালের আগস্টে সরীসৃপদের জেনেটিক ব্যাংক হিসেবে চেন্নাই থেকে ৪০ কিলোমিটার দূরে গড়ে ওঠে এই ক্রোক ব্যাংক বা কুমির ব্যাংক । -ওয়েবসাইট
×